আরও পড়ুন: অন্য সম্পর্কে সৃজিত? মিথিলার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে জেরবার! অবশেষে মুখ খুললেন পরিচালক
জানা গিয়েছে, হায়দরাবাদের ফিল্মনগরের কাছে হঠাৎ সর্বানন্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার পরেই স্থানীয়রাই নায়কের উদ্ধারে এগিয়ে আসেন। তাঁরাই ফার্স্ট এইড করেন এবং হাসপাতালে নিয়ে যান। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। আতঙ্কিত হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে তিনি সকলকে আশ্বস্ত করতে একটি পোস্ট করেন।
advertisement
সর্বানন্দ লেখেন, ‘আমাকে নিয়ে পথ দুর্ঘটনার একটি খবর ছড়িয়েছে আজ। দুর্ঘটনাটি খুব গুরুতর কিছু ছিল না। একদম ঠিক আছি, বাড়িতেই আছি নিরাপদে। সকলের ভালবাসা ও আশীর্বাদে আমি সু্স্থ। দুশ্চিন্তার কোনও কারণ নেই। সকলকে ভালবাসা জানাই আমাকে স্বাস্থ্য নিয়ে ভাবার জন্য। রবিবারে সকলের ভাল কাটুক।’
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সর্বানন্দের গাড়ির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে পার্ক করানো আছে গাড়িটি। এয়ার ব্যাগগুলি বার করা হয়েছে। দেখেই মন হবে যে দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল।
সদ্যই বাগদান সেরেছেন তেলুগু তারকা। পাত্রী, আমেরিকাবাসী ভারতীয় আইটি কর্মী। তার পরেই এই দুর্ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা।