আরও পড়ুন: ‘ঘুমন্ত হাতি’ ভারত এখন দৌড়চ্ছে, গোটা বিশ্ব সেই দৌড় দেখছে : প্রধানমন্ত্রী
অভিনেতা অভিযোগে জানিয়েছেন যে তিনি ও আরও দু’জন গোরেগাঁওয়ে ফ্ল্যাট বুক করেছিল ৷ ফ্ল্যাটটি বুক করার সময় নির্মীয়মাণ অবস্থায় ছিল ৷ কিন্তু ২০১৬ সালের পর ফ্ল্যাটের কাজ আর এগোয়নি ৷ ১৪ তলা পর্যন্ত হয়ে আর ফ্ল্যাট উঠেনি ৷ অথচ তাকে বলা হয়েছিল ফ্ল্যাটটি ৫৫ তলা হবে ৷ ২০১৮ সালে ডিসেম্বর মাসে তাকে ফ্ল্যাটের চাবি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল প্রোমোটার ৷
advertisement
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া ?
অভিনেতা গৌতম ৩১ তলায় একটি ফ্ল্যাট ৪ কোটি টাকায় বুক করেছিলেন ৷ এর জন্য তিনি ইতিমধ্যেই ১.৫ কোটি টাকায় দিয়ে দিয়েছেন ৷ এবং প্রতি মাসে ৫ লাখ টাকা ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল ৷ ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তিনি এখনও পর্যন্ত ২.১১ কোটি টাকা দিয়েছেন ৷
ফ্ল্যাটের প্রোমোটারকে টাকা ফেরত দেওয়ার কথা বলল তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন ৷ গৌতম বুকিং ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়নি। ফ্ল্যাটটি রেজিস্টারও করে নিতে চাইলেও সেটাও করা হয়নি ৷
আরও পড়ুন: দাম কমতে চলেছে ট্রেনের টিকিটের !
ডেভলপারের পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তি বাতিল করলে কোনও টাকা ফেরৎ হয়না ৷ তবুও তারা গৌতমকে অপেক্ষা করতে বলেছেন ৷