TRENDING:

৮ কোটি টাকা প্রতারণার শিকার জনপ্রিয় এই টেলি অভিনেতা

Last Updated:

প্রতারণার শিকার হলেন টেলিভিশন অভিনেতা গৌতম রোড ৷ গৌতমের পাশাপাশি আরও দু’জন প্রতারণার শিকার হয়েছেন ৷ অভিযোগ, ৮ কোটি টাকা প্রতারণা করা হয়েছে তাঁদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রতারণার শিকার হলেন টেলিভিশন অভিনেতা গৌতম রোড ৷ গৌতমের পাশাপাশি আরও দু’জন প্রতারণার শিকার হয়েছেন ৷ অভিযোগ, ৮ কোটি টাকা প্রতারণা করা হয়েছে তাঁদের। মুম্বই পুলিশের কাছে এই বিষয়ে তিনি অভিযোগও দায়ের করেছেন ৷
advertisement

আরও পড়ুন: ‘ঘুমন্ত হাতি’ ভারত এখন দৌড়চ্ছে, গোটা বিশ্ব সেই দৌড় দেখছে : প্রধানমন্ত্রী

অভিনেতা অভিযোগে জানিয়েছেন যে তিনি ও আরও দু’জন গোরেগাঁওয়ে ফ্ল্যাট বুক করেছিল ৷ ফ্ল্যাটটি বুক করার সময় নির্মীয়মাণ অবস্থায় ছিল ৷ কিন্তু ২০১৬ সালের পর ফ্ল্যাটের কাজ আর এগোয়নি ৷ ১৪ তলা পর্যন্ত হয়ে আর ফ্ল্যাট উঠেনি ৷ অথচ তাকে বলা হয়েছিল ফ্ল্যাটটি ৫৫ তলা হবে ৷ ২০১৮ সালে ডিসেম্বর মাসে তাকে ফ্ল্যাটের চাবি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল প্রোমোটার ৷

advertisement

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া ?

অভিনেতা গৌতম ৩১ তলায় একটি ফ্ল্যাট ৪ কোটি টাকায় বুক করেছিলেন ৷ এর জন্য তিনি ইতিমধ্যেই ১.৫ কোটি টাকায় দিয়ে দিয়েছেন ৷ এবং প্রতি মাসে ৫ লাখ টাকা ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল ৷ ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তিনি এখনও পর্যন্ত ২.১১ কোটি টাকা দিয়েছেন ৷

advertisement

ফ্ল্যাটের প্রোমোটারকে টাকা ফেরত দেওয়ার কথা বলল তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন ৷ গৌতম বুকিং ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়নি। ফ্ল্যাটটি রেজিস্টারও করে নিতে চাইলেও সেটাও করা হয়নি ৷

আরও পড়ুন: দাম কমতে চলেছে ট্রেনের টিকিটের !

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ডেভলপারের পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তি বাতিল করলে কোনও টাকা ফেরৎ হয়না ৷ তবুও তারা গৌতমকে অপেক্ষা করতে বলেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
৮ কোটি টাকা প্রতারণার শিকার জনপ্রিয় এই টেলি অভিনেতা