TRENDING:

Roosha Chatterjee: এ কেমন রূপ? হ্যালোইনে 'লেডি ড্রাকুলা' লুকে রুশা, রেড হট কিলার লুকে কাঁপছে নেটপাড়া

Last Updated:

Roosha Chatterjee: সম্প্রতি হ্যালোইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ রুশা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়কে নিয়ে সকলের যথেষ্ঠ কৌতুহল রয়েছে৷ হবে নাই বা কেন? দীর্ঘ ১৩ বছরের অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে সংসার পেতেছেন রুশা চট্টোপাধ্যায়৷ অভিনেত্রীকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ বিয়ের পর কলকাতার পুজো কাটিয়ে স্বভাবতই মন খারাপ অভিনেত্রী৷ সেই কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন নায়িকা৷ তবে দুর্গাপুজোয় মন খারাপ হলেও হ্যালোইনটা চুটিয়ে এনজয় করছেন অভিনেত্রী৷
advertisement

৩১ অক্টোবর সারা বিশ্বব্যাপী উদযাপিত হয় হ্যালোইন দিবস৷ গত কয়েক বছর ধরে হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয়৷ মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। বিশেষত,ভারতেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকী বাঙালির মধ্যেও এই উৎসব পালনের রীতি দেখা যাচ্ছে৷ সম্প্রতি হ্যালোইন সেলিব্রেশনের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷ রুশা৷

advertisement

স্বামী অনুরণকে নিয়ে হ্যালোইন পার্টিতে সকলের নজর কেড়ে নিয়েছেন রুশা৷ ঠোঁটে লাল লিপস্টিক, কাজল টানা চোখ, বেরিয়ে রয়েছে ড্রাকুলার দাঁত, মুহূর্তে ভাইরাল হয়েছেন অভিনেত্রী৷ রেড হট লুকে হ্যালোইন পার্টিতে রুশাকে দেখে ভয় তো কেউ পাননি বরং কিলার লুকে কাঁপছে নেটপাড়া৷ কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ একজন কমেন্টে লিখেছেন- ‘শুনেছি এটা নাকি ভূতেদের পার্টি, আমার তো তোমাদের দেখে কেমন গা ছমছম করছে৷’ অন্য একজন লিখেছেন- ‘উফফ! ড্রাকুলা ও যে এত সুন্দরী হয়৷’

advertisement

আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সাত সমুদ্র তেরো নদীর পারে চুটিয়ে সংসার করছেন টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ অভিনয়ের কেরিয়ারে ইতি টেনে আপাতত সংসারে মন দিয়েছেন নায়িকা৷ বিয়ের পরই নায়িকার দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছিল৷ এমনকী স্বামীকে নিয়েও কড়া ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন নায়িকা৷ গুঞ্জনে এও শোনা গিয়েছিল বিদেশে গিয়ে ভাল নেই রুশা৷ সোশ্যাল মিডিয়াতেও খুব একটা দেখা যেত না৷ তখনই শুরু হয়েছিল সমালোচনা৷ যদিও সমালোচনাকে পাত্তা দেননি রুশা৷ সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক কতটা প্রেমে মজে আছেন, ফের তার প্রমাণ দিলেন নায়িকা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Roosha Chatterjee: এ কেমন রূপ? হ্যালোইনে 'লেডি ড্রাকুলা' লুকে রুশা, রেড হট কিলার লুকে কাঁপছে নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল