বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘আপনারা যেমন মানুষকে সচেতন করেন, শিক্ষিত করেন, অনুপ্রেরণা জোগান, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷ ভাল জিনিস আপনারা যেটা দেখান, তা দেখে মানুষ অনুপ্রাণিত হয়৷ যা দেখে মানুষ বারবার ভাবে আমাকেও এরকম হতে হবে৷ তবে ভুল ভ্রান্তিও থাকতে পারে৷ কিছু কিছু ক্রাইমের দৃশ্য লোকে আবার নকলও করে৷’’
advertisement
সেইসঙ্গে বাংলা সিরিয়ালের চিরপরিচিত সাংসারিক বিবাদ, শাশুড়ি বৌমার লড়াই বা চরিত্র গুলির একাধিক বিয়ের প্রসঙ্গও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন,‘‘একজনের তিনবার বিয়ে হচ্ছে৷ আর একটা কূটকচালিতো থাকবেই৷ পজেটিভটাকে নেগেটিভ করে নিয়ে যাওয়া, সিরিয়াল টাকে বাড়িয়ে দেওয়া৷’’
আরও পড়ুন: ঐন্দ্রিলা শর্মাকে মরণোত্তর বিশেষ কৃতী সম্মান, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তবে সিরিয়ালগুলির ভূয়সী প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী৷ সিরিয়াল বাংলার প্রতিটি ঘরে দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে৷ সিরিয়ালের ভাল চরিত্রগুলিও মানুষকে প্রভাবিত করে৷ তাই বাংলা টেলিভিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ ক্রাইমের দৃশ্য দেখানোর ক্ষেত্রেও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অপরাধের ঘটনাগুলি দেখানোর পাশাপাশি অপরাধীদের শাস্তির বিষয়টিও দেখানোর কথা বলেন মমতা বন্দোপাধ্যায়৷