Aindrila Sharma-Tele Academy Awards : ঐন্দ্রিলা শর্মাকে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মরণোত্তর বিশেষ কৃতী সম্মান
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Aindrila Sharma-Mamata Banerjee : ২০১৪ সাল থেকে শুরু এই অনুষ্ঠান। এবার মোট ৪১টি ৬৬ জনকে সম্মান জানানো হচ্ছে। নিয়মিত পুরস্কারের পাশাপাশি আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে।
কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। মরণোত্তর বিশেষ কৃতী সম্মান দেওয়া হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। গত ২০ নভেম্বর বাবা, মা, দিদি, প্রেমিককে ছেড়ে চলে গিয়েছেন চিরঘুমে। ‘জিয়নকাঠি’র নায়িকাকে বিশেষ সম্মান দেওয়া হবে টেলি অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসে।
২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। এবার মোট ৪১টি ৬৬ জনকে সম্মান জানানো হচ্ছে। নিয়মিত পুরস্কারের পাশাপাশি আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে এবার। অনুষ্ঠানের মঞ্চে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’, ‘রামপ্রসাদ’, ‘গাঁটছড়া’, ‘নিম ফুলের মধু’, ‘হরগৌরী পাইস হোটেল’-এর মতো ধারাবাহিকের কথা। মমতার কথায়, ”আমাদের বাংলার টেলিভিশনের শিল্পীদের সারা ভারত বর্ষ থেকে ডাক পড়বে। তাঁরা সর্বগুণ সম্পন্ন। মুম্বইতে নিয়ে যাওয়া হয় আমাদের শিল্পীদের।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 6:31 PM IST