Aindrila Sharma's mother Shikha Sharma: ৮ ঘণ্টার অপারেশন, পাশে ছিলেন সব্যসাচী! ক্যানসারের সঙ্গে লড়াই ঐন্দ্রিলার মায়ের
- Published by:Teesta Barman
Last Updated:
Aindrila Sharma's mother Shikha Sharma: ১৪ বছর আগে প্রথম বার দু'টি ওভারিতে ক্যানসার ধরা পড়ে তাঁর। ঐন্দ্রিলা তখন বেশ ছোট। তার পর আবার সেই রোগ দানা বাঁধল শিখা শর্মার শরীরে।
কলকাতা: লড়াইয়ের যেন শেষ নেই। যুদ্ধ চলছে তো চলছেই। একদিকে এক পরিবারের কয়েকটা মানুষ। উল্টো দিকে কঠিন দুরারোগ্য ব্যাধি। ক্যানসার। বাড়ির সবথেকে ছোট মেয়ে এই রোগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন। একবার নয়। দু'বার। কিন্তু শেষ রক্ষা হল না। গত ২০ নভেম্বর বাবা, মা, দিদি, প্রেমিককে ছেড়ে চলে গেলেন চিরঘুমে। প্রথমে ব্রেন স্ট্রোক, তার পর নানা রকমের জটিলতা। আজ সেই একই লড়াই করছেন তাঁর মা। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মেয়েকে শান্তি দেবেন তিনি। সেই মা আর মেয়ের নাম, শিখা শর্মা এবং ঐন্দ্রিলা শর্মা।
সদ্য অস্ত্রোপচার হল ঐন্দ্রিলার মায়ের। পেরিয়েছে এক সপ্তাহ। অস্ত্রোপচার সফল হলেও শরীরে যন্ত্রণা রয়েছে প্রবল। নিউজ18 বাংলাকে শিখা শর্মা বললেন, "৮ ঘণ্টার অপারেশন হয়েছে৷ তাই যন্ত্রণা তো থাকবেই। কিন্তু সফল হয়েছে অপারেশন।" পরবর্তী কেমোথেরাপিগুলি কবে নেবেন, তা এখনও ঠিক হয়নি বলেই জানালেন তিনি। সেলাই কাটার পর তারিখ ঠিক হবে। গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হয় ঐন্দ্রিলা শর্মার মায়ের।
advertisement
advertisement
ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে তাঁর। মেয়ে অসুস্থ হওয়ার আগেই এই খবর পাওয়া গিয়েছিল। ঐন্দ্রিলা নিজে সমস্ত ব্যবস্থা করে মাকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলেন। দিল্লি গিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আসেন তিনি। কিন্তু সেই মেয়েই আজ নেই। তবে অপারেশনের সময়ে মেয়ে ঐন্দ্রিলা পাশে না থাকলেও উপস্থিত ছিলেন মেয়ের প্রেমিক, সঙ্গী অভিনেতা সব্যসাচী চৌধুরী।
advertisement
১৪ বছর আগে প্রথম বার দু'টি ওভারিতে ক্যানসার ধরা পড়ে তাঁর। ঐন্দ্রিলা তখন বেশ ছোট। তার পর আবার সেই রোগ দানা বাঁধল শিখা শর্মার শরীরে। ইতিমধ্যে ১১টি কেমোথেরাপি নেওয়া হয়ে গিয়েছে তাঁর। নিতে হবে মোট ১৮টি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 5:38 PM IST