Sabyasachi Chowdhury: 'আমার কাউকে কিছু প্রমাণ করার নেই', আগল ভেঙে অবশেষে নিজের কথা জানালেন সব্যসাচী

Last Updated:

Sabyasachi Chowdhury: সব্যসাচীকে শেষ বার পর্দায় দেখা যায় 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে। সাধক বামাক্ষ্যাপার চরিত্র নজর কেড়েছিলেন তিনি।

কলকাতা: প্রায় দু'মাস পেরতে চলল সেই ভয়াবহ দিনটির। চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা।। ভালবাসার মানুষকে হারানোর বিষণ্ণতাকে সঙ্গী করে ফের স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেতা। একটি ধারাবাহিকে রামপ্রসাদের অভিনয় করছেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে শ্যুটিং।
নিউজ18 বাংলাকে সব্যসাচী বলেন, "যে কোনও চরিত্রের জন্যই একটা প্রস্তুতি প্রয়োজন হয়। আপাতত সেই প্রস্তুতিটাই করছি নিজের মতো করে। এখনও শ্যুটিং ফ্লোরে গেলে একটা দ্বিধাবোধ তৈরি হয়। মনে হয়, যা মনে মনে ভাবছি, সেটাই পর্দায় ফুটিয়ে তুলতে পারব তো? আমার মনে হয়, এই ভাবনাটা থাকা উচিত। তাতে কাজটা ভাল হয়।"
advertisement
সব্যসাচীকে শেষ বার পর্দায় দেখা যায় 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে। সাধক বামাক্ষ্যাপার চরিত্র নজর কেড়েছিলেন তিনি। এ বার সাময়িক বিরতির পর ফের আরও এক সাধকের চরিত্রে দেখা যাবে তাঁকে। অনেকেই বলছেন সব্যসাচী 'টাইপকাস্ট' হচ্ছেন। অভিনেতাও কি তাই মনে করেন? সব্যসাচীর উত্তর, "আমি মনে করি না, আমাকে টাইপকাস্ট করা হচ্ছে। কেউ আমাকে এই চরিত্রগুলো করতে জোর করেননি। আমার নিজের এই ধরনের কাজগুলি করতে ভাল লাগে। তার মানে এই নয় যে, আমি অন্য ধরনের গল্প পছন্দ করি না।"
advertisement
advertisement
advertisement
সব্যসাচী আরও যোগ করলেন, "কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজি। আমি কোন কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি, সেটা দেখাতে কিছু করতে চাই না। আমার কাউকে কিছু প্রমাণ করার নেই।"
advertisement
advertisement
ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছিলেন সব্যসাচী। তবে এবারে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বলেই আশা করা যায়। তাঁর কথায়, "আমি নিজেকে ভাগ্যবান মনে করি। অন্তত কখন কাজ করব, নিজের ইচ্ছা মতো সেই সিদ্ধান্ত নিতে পারি। অনেকের কাছে সেই পথটুকুও থাকে না।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sabyasachi Chowdhury: 'আমার কাউকে কিছু প্রমাণ করার নেই', আগল ভেঙে অবশেষে নিজের কথা জানালেন সব্যসাচী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement