দেশের অন্যতম জনপ্রিয় শো জয়ের আনন্দ তেজস্বীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। বিগ বস হাউসে করণ কুন্দ্রার সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের খুবই ভালো লেগেছে।
ওই আবেগঘন মুহূর্তে তেজস্বী যখন একটি সুন্দর গোলাপি রঙের পোশাকে মেলে ধরেছেন নিজেকে, তখন করণ কুন্দ্রার একেবারে সাধারণ পোশাক উভয়ের মধ্যে বেশ ঘরোয়া শান্ত লুক এনে দিয়েছে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় নেটিজেন এবং বিগ বসের ফ্যানরা ক্রমাগত কমেন্ট করে কমেন্ট বক্স একেবারে ভরিয়ে ফেলেছেন। অনেক ভক্তরাই করণ কুন্দ্রা এবং তেজস্বীর ফটোতে মন্তব্য করে নিজেদের ভালোবাসা ব্যক্ত করছেন। আবার কেউ কেউ দু’কদম এগিয়ে উভয়কে ‘দাদা-বৌদি’ও বলে ফেলেছেন।
'বিগ বস ১৫' হাউসে করণ কুন্দ্রার সঙ্গে তেজস্বী প্রকাশের রসায়ন তাদের ভক্তদের মধ্যে আরও জনপ্রিয়তা এনে দিয়েছে, এই ভালো রসায়নের কারণেই তেজস্বীর জন্য 'বিগ বস ১৫' ট্রফি জেতা একটু সহজ হয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেক দর্শক।
শুধু বিগ বসের ট্রফি জেতাই নয়, তেজস্বীকে বিগ বস ১৫ আরও একটি নতুন সুযোগ এনে দিয়েছে। খুব সম্প্রতি শুরু হতে চলা একতা কাপুরের (Ekta Kapoor) সিরিয়াল 'নাগিন' (Nagin)-এর পরবর্তী সিজনে নাগিনের ভূমিকার জন্য নির্বাচিত হয়েছেন তেজস্বী।
আরও পড়ুন: হৃতিকের সঙ্গে ছবি ভাইরাল, বি-টাউনে প্রেমের জোর গুঞ্জন, চেনেন কে এই 'রহস্যময়ী' সাবা আজাদ?
'বিগ বস ১৫'-এর গ্র্যান্ড ফিনালেতে, ৫ ফাইনালিস্ট করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, নিশান্ত ভাট (Nishant Bhat), শমিতা শেঠি (Shamita Shetty) এবং প্রতীক সহজপালের (Pratik Sehajpal) মধ্যে কঠিন লড়াই হয়েছিল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি ছিলেন না।
এমতাবস্থায় প্রতীক সহজপালকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে 'বিগ বস ১৫' ট্রফি জিতেছেন তেজস্বী প্রকাশ।
আরও পড়ুন: পুরুষ শৌচাগারে ধরা পড়লেন রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আর প্রাক্তন দীপিকা
তবে বিগ বস মানেই কনট্রোভার্সি, তাই তেজস্বীর জয় নিয়েও কম শুনতে হয়নি কর্তৃপক্ষকে। বিগ বসের অন্তিম পর্বের ফলাফল ঘোষণার পরে, প্রতীক নিজের ট্যুইটারে (Twitter) দর্শকদের উদ্দেশ্য লেখেন, ‘ফিক্সড উইনার’। তবে তেজস্বীর পাশাপাশি প্রতীকও দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন। বিভিন্ন সোশ্যাল সাইটে প্রতীকের জন্য দর্শকে উদ্বেগই সে কথা প্রমাণ করে। তবে সব কিছুর শেষে বিগ বসের বিজয়ী একজনই, তিনি তেজস্বী প্রকাশ!
