Deepika and alia in gents toilet: পুরুষ শৌচাগারে ধরা পড়লেন রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আর প্রাক্তন দীপিকা

Last Updated:

রণবীর কাপুরের বর্তমান ও প্রাক্তন প্রেমিকা ছুটলেন পুরুষ শৌচাগারের দিকে

#মুম্বই: কী কাণ্ড! বলিটাউনের দুই ডাকসাইটে সুন্দরী, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর আলিয়া ভাট (Alia Bhatt) ছুটলেন বাথরুমে! না, লেডিস টয়লেট না, রণবীর কাপুরের বর্তমান ও প্রাক্তন প্রেমিকা ছুটলেন পুরুষ শৌচাগারের দিকে (Deepika and alia in gents toilet)!
বর্তমানে দীপিকার ছবি '‘গেহরাইয়াঁ’-র (Gehrayiaan) প্রচার চলছে জোরকদমে! একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দীপিকা, ছবির পরিচালক শকুন বাত্রা ও ছবির অন্য দুই তারকা অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী! নির্ভেজাল আড্ডার মধ্যিখানেই উঠে আসল দীপিকার জীবনের নানা মজার গল্প! সঞ্চালক ৪ তারকার উদ্দেশ্যেই প্রশ্ন করেন, ' দীপিকা (Deepika Padukone) কি কখনও, কোনও পরিস্থিতিতে পুরুষ শৌচাগার ব্যবহার করবেন?' পরিচালক মশাই জানান, '১০০ শতাংশ করবেন!' অনন্যা পাণ্ডে বলেন, ' দীপিকা (Deepika Padukone) পুরুষ শৌচাগার তখনই ব্যবহার করবেন, যখন সেটা পরিস্কার থাকবে।' অন্যদিকে, সিদ্ধান্ত মালহোত্রা মনে করেন, দীপিকা কোনও অবস্থাতেই পুরুষ শৌচাগার ব্যবহার করবেন না!
advertisement
advertisement
এবার প্রশ্নের উত্তর দিলেন দীপিকা নিজেই! বললেন, '' প্রয়োজন পড়লে অবশ্যই পুরুষ শৌভাগারে যাব, এবং গিয়েছিও!'' এ কী কথা? দীপিকা পাড়োকোন পুরুষ শৌচাগারে? একদমই ঠিক শুনেছেন! কেন? কীভাবে? সব কৌতূহলের সমাধান করলেন রণবীর-ঘরণী নিজেই! জানালেন, বেশ কয়েক বছর আগের ঘটনা! বার্লিনে আমেরিকার গানের দল ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সঙ্গী আলিয়া ভাট এবং শকুন বাত্রা। গানে ডুবে রয়েছেন তিন জনেই, মোক্ষম সময় প্রকৃতির ডাক! আলিয়া আর  দীপিকা ছুটলেন বাথরুমের দিকে! এদিকে মহিলা শৌচাগারের বাইরে লম্বা লাইন, কী করবেন? প্রকৃতির ডাক তো ততক্ষণে তীব্র! সাত-পাঁচ না ভেবেই দুই নায়িকা ঢুকে পড়লেন পুরুষ শৌচাগারে (Deepika and alia in gents toilet)। দীপিকা এও জানান, প্রয়োজনের সময় বাথরুম পরিস্কার কি না, তা একেবারেই মাথায় আসে না, বাথরুম হলেই হল।
advertisement
বর্তমানে জোর চর্চায় দীপিকার আগামী ছবি 'গেহরাইয়া'! ইতিমধ্যেই রিলিক করেছে ছবির ট্রেলার আর টিজার! ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা পাড়ুকোনের আগুন জ্বালানো রসায়নে রীতিমতো গায়ে কাঁটা দেয়! পরিচালকের ভাষায় এই ছবি, 'mirror into modern adult relationships'! অর্থাৎ, আজকের জেনারেশনের কাছে সম্পর্কের মানে বদলেছে, আর সেই বাস্তব প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলতে চেয়েছেন ‘কাপুর অ্যান্ড সনস’-এর পরিচালক।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika and alia in gents toilet: পুরুষ শৌচাগারে ধরা পড়লেন রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আর প্রাক্তন দীপিকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement