সেই পোস্টের মন্তব্য বাক্সে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর মতে, প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে-কে নিয়ে মন্তব্য করার জন্য গায়ক রূপঙ্কর বাগচীকে যে পরিমাণ আক্রমণের মুখে পড়তে হয়, তা অনুচিত। এবং সুজয় সেই আক্রমণকে কোথাও গিয়ে সমর্থন করছেন বলে ধারণা তথাগতর। তাই তিনি লিখলেন, 'তোমাকে এক জন সচেতন মানুষ ভাবতাম এক সময়ে। পরে অনেক কিছু দেখে অবাক হয়েছি, আজ চমকে গেলাম! সুজয়, দয়া করে যশ যদি কিছু ভুল বলে থাকে বা করে থাকে কোনও নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে, সেটা তাদের ব্যাপার। গোটাটাকে প্রকাশ্যে এনে একটা অকারণ সমস্যা তৈরি কোরো না। না হলে কাল তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা অন্য কেউ প্রকাশ্যে এনে তোমায় শূলে চড়াবে।'
advertisement
সুজয়ের বিরুদ্ধে তোপ দেগে তথাগতর জানালেন, সুজয় সম্ভবত রূপঙ্করের ঘটনার সঙ্গে যশকে তুলনা করে নিজের ব্যক্তিগত অপছন্দ চাপিয়ে দিচ্ছেন মানুষের উপর এবং মানুষকে উস্কানি দিচ্ছেন যশকে বয়কট করতে বলে । তাই তথাগতর প্রশ্ন, 'তোমার সঙ্গে রাজনৈতিক নেতাদের কী পার্থক্য?'
আরও পড়ুন: ছবি মুক্তির ঠিক আগেই এনা সাহার সঙ্গে মতবিরোধ! চিনেবাদাম থেকে সরলেন যশ
তথাগত জানালেন, যশ যে আদৌ 'কালো ছেলে'কে নাচ করানোর জন্য ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তার কোনও প্রমাণ নেই, তাই প্রমাণ ছাড়া কাউকে গণলাঞ্ছনার মুখে ফেলে দেওয়া ঠিক নয়। সুজয়কে পরিচালকের পরামর্শ, 'কাচের ঘরে থেকে অন্য লোকের ঘরে ঢিল ছোড়া যায় না।'
আরও পড়ুন: তুলকালাম সোশ্যাল মিডিয়ায়! আগামিকালই অভিনেত্রীর বিয়ে, আজ প্রাক্তনের সঙ্গে গোপন ছবি ফাঁস
সুজয় এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, 'আমি রূপঙ্করের সঙ্গে যেটা হচ্ছে, তার সমর্থন করি না। সেটা আমার লাইভেই বলেছি। আর তুমি আমার সম্পর্কে কী ভাবো, সেটা নিয়ে আমি একদম ভাবি না।'