পর্দা দিয়েই হল পর্দা ফাঁস। স্পিতি সফরের নেপথ্যে ছিল পর্দাই। ফিরছে বিবৃতি-তথাগত জুটি। ঠিক যেভাবে 'ভটভটি'তে দু'জনকে দেখা গিয়েছিল পরিচালক এবং নায়িকার ভূমিকায়, সেভাবেই। নতুন ছবির শ্যুটিংয়ের জন্যেই এই সফর। ছবির নাম, 'গাকি'।
আরও পড়ুন: নয়া বছরে ছবির পসরা সাজিয়ে রাখা! কবে কী দেখবেন, আগাম জেনে নিন
advertisement
তবে এখানে আরও এক পুরনো জুটিকে দেখা যাবে ৭ বছর বাদে। বিবৃতি এবং বিশ্বাবসু বিশ্বাস। ৭ বছর আগে গায়ক-পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এক বিজ্ঞাপনী ছবি 'পুজো এল ফিরে'-তে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই দুই-ই এবার এই ছবির মুখ্য ভূমিকায়। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রাখলেন ভূপালচন্দ্র, ভিকি বিশ্বাবসু। সৌজন্যে তথাগত।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, দেবপ্রসাদ হালদারের মতো তাবড় তাবড় তারকারা। প্রোটাগনিস্ট বিবৃতি ছাড়া বাকি সকলের শ্যুট হয়েছে কলকাতাতেই। ছবিতে রয়েছেন স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, ঋতুপর্ণা, শুভশ্রী দত্ত এবং তথাগত খোদ।
আরও পড়ুন: শীতের কলকাতায় উষ্ণতা, শহরে ফিরছে বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, এবার একাদশতম বর্ষ
কলকাতায় ক্যামেরার কাজ করেছেন উত্তরণ দে। কিন্তু স্পিতির শ্যুট নিজেই করেছেন তথাগত। আর সেই অভিজ্ঞতা নিয়ে পরিচালক বললেন, "স্পিতি ভ্যালি আমার দেখা পৃথিবীর সেরা তিনটি জায়গার মধ্যে একটি। লোকে যেই অংশগুলো আবিষ্কারই করেনি, সেখানে আমি ক্যামেরা ধরেছি। প্রবল ঠান্ডা হাওয়ায় শ্যুট করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তাও করেছি। ক্যামেরা কাঁধে নিয়ে নিয়ে দুর্গম জায়গায় গিয়ে ছবির শ্যুটিং। আমার জন্য এ একেবারে নতুন। আমার আর বিবৃতির যে ছবি দেখা গিয়েছিল, যা নিয়ে চর্চা হয়েছে, তা সবই এই সিনেমার জন্যেই।"
'গাকি' আসলে বৌদ্ধধর্মের একটি ভূত। জাপানে গাকি নামে পরিচিত এই ভূত। তিব্বত এবং ভারতে তাকেই 'হাংরি ঘোস্ট' বলা হয়। যার খিদে মেটার জন্য প্রয়োজন মানুষের লোভ, আকাঙ্ক্ষা, লালসা, স্বার্থপরতা। তথাগতর কথায়, ''নগরকেন্দ্রিক সভ্যতায় যে মানুষগুলিকে দেখছি, তাঁদেরকেই তুলে এনেছি চরিত্রে। যে মানুষগুলি বড্ড নিরুত্তাপ তাঁদের মূল্যবোধ নিয়ে। নিজের স্বার্থপূরণের জন্য যে কোনও রকম ম্যানিপুলেশনে তাঁরা রাজি। সেই মানুষগুলির মধ্যেই এসে পড়ে এই গাকি, ভূত। তার পরে গল্প এগোয়।''
ভূতের এই ছবিটি ঘোষণার পাশাপাশি পোস্টারও মুক্তি পেয়েছে মঙ্গলবার। স্পিতির প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই পোস্টার। যেখানে দেখা গিয়েছে তানিয়া ওরফে বিবৃতির ছবি। যে চরিত্রটি ইতিহাসের ছাত্রী। সোলো ট্রিপে গিয়েছিল সেই উপত্যকায়। কিছু দিন আগেই তার ডিভোর্স হয়েছে। স্বামীর বিরুদ্ধে সে শারীরিক হেনস্থার অভিযোগ আনে। অফিসের একটি ছেলের সঙ্গে লুকনো প্রেম রয়েছে তার। এরই মধ্যে স্পিতি বেড়াতে গিয়ে সে গুম্ফা থেকে একটি আর্টিফ্যাক্ট ব্যাগে করে নিয়ে আসে। পরবর্তী কালে জানা যায়, সেটা গাকির চোখ। তারপর ভূত হয়ে এসে গাকি তাদের জীবনে কী কী প্রভাব ফেলে, তা নিয়েই এই ছবি।