শীতের কলকাতায় উষ্ণতা, শহরে ফিরছে বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, এবার একাদশতম বর্ষ
- Published by:Debalina Datta
- Written by:Manash Basak
Last Updated:
আগামী ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি,২০২৩, বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে।
#কলকাতা: শহরে ফিরছে বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, এবার একাদশ তম বর্ষ বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল এর একাদশ তম সিজন আগামী ৭জানুয়ারি থেকে ১০ জানুয়ারি,২০২৩, বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিদিন বিকেল ৫:৩০টা থেকে। শহরে শীত পড়তেই এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সঙ্গীত প্রিয় মানুষ।
advertisement
advertisement
advertisement
সংস্থার পক্ষ থেকে সন্দীপন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক, বেহালা সাংস্কৃতিক সম্মিলনী, জানালেন," গত দশ বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের এই বাৎসরিক অনুষ্ঠান। এবছর জীবনকৃতি সম্মান প্রদান করা হবে পন্ডিত স্বপন চৌধুরিকে। এর আগে এই সম্মান প্রদান করা হয়েছে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পন্ডিত শঙ্কর ঘোষ , উস্তাদ আমজাদ আলী খান ,বেগম পারভিন সুলতানা, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এর মতো আরো অনেক বিশিষ্ট সঙ্গীত গুণী শিল্পীদের । ভালো লাগছে করোনা কালের খারাপ দিন গুলো পিছনে ফেলে আমরা আবার এই অনুষ্ঠানে এক হতে পারছি।"