শীতের কলকাতায় উষ্ণতা, শহরে ফিরছে বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, এবার একাদশতম বর্ষ

Last Updated:
আগামী ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি,২০২৩, বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে।
1/4
#কলকাতা: শহরে ফিরছে বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, এবার একাদশ তম বর্ষ বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল এর একাদশ তম সিজন আগামী ৭জানুয়ারি থেকে ১০ জানুয়ারি,২০২৩, বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিদিন বিকেল ৫:৩০টা থেকে। শহরে শীত পড়তেই এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সঙ্গীত প্রিয় মানুষ।
#কলকাতা: শহরে ফিরছে বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল, এবার একাদশ তম বর্ষ বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল এর একাদশ তম সিজন আগামী ৭জানুয়ারি থেকে ১০ জানুয়ারি,২০২৩, বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিদিন বিকেল ৫:৩০টা থেকে। শহরে শীত পড়তেই এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সঙ্গীত প্রিয় মানুষ।
advertisement
2/4
৭ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন রাহুল শর্মা (সন্তুর), সত্যজিৎ তলওয়ালকর ( তবলা), উদয় ভাওয়ালকর ( কন্ঠসঙ্গীত), প্রতাপ আওয়াদ ( পাখোয়াজ)। ৮ জানুয়ারি ভারতী প্রতাপ ( কন্ঠসঙ্গীত), শশাঙ্ক সুব্রমনিয়াম( বাঁশি), ভি রামানামূর্তি( মৃদঙ্গম)।
৭ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন রাহুল শর্মা (সন্তুর), সত্যজিৎ তলওয়ালকর ( তবলা), উদয় ভাওয়ালকর ( কন্ঠসঙ্গীত), প্রতাপ আওয়াদ ( পাখোয়াজ)। ৮ জানুয়ারি ভারতী প্রতাপ ( কন্ঠসঙ্গীত), শশাঙ্ক সুব্রমনিয়াম( বাঁশি), ভি রামানামূর্তি( মৃদঙ্গম)।
advertisement
3/4
৯ জানুয়ারি সঞ্জীব  অভয়নকর( কন্ঠসঙ্গীত), মাইসোর মন্জুনাথ, মাইসোর নাগরাজ ( বেহালা ), সোমনাথ রায় ( ঘটম )।১০ জানুয়ারি পূর্বায়ন চট্টোপাধ্যায় ( সেতার), ওজাস আধিয়া ( তবলা ), বসন্ত কাবরা ( সরোদ), বিক্রম ঘোষ ( তবলা) উল্যেখযোগ্য ।
৯ জানুয়ারি সঞ্জীব  অভয়নকর( কন্ঠসঙ্গীত), মাইসোর মন্জুনাথ, মাইসোর নাগরাজ ( বেহালা ), সোমনাথ রায় ( ঘটম )।১০ জানুয়ারি পূর্বায়ন চট্টোপাধ্যায় ( সেতার), ওজাস আধিয়া ( তবলা ), বসন্ত কাবরা ( সরোদ), বিক্রম ঘোষ ( তবলা) উল্যেখযোগ্য ।
advertisement
4/4
সংস্থার পক্ষ থেকে সন্দীপন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক, বেহালা সাংস্কৃতিক সম্মিলনী, জানালেন," গত দশ বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের এই বাৎসরিক অনুষ্ঠান। এবছর জীবনকৃতি সম্মান প্রদান করা হবে পন্ডিত স্বপন চৌধুরিকে। এর আগে এই সম্মান প্রদান করা হয়েছে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পন্ডিত শঙ্কর ঘোষ , উস্তাদ আমজাদ আলী খান ,বেগম পারভিন সুলতানা, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এর মতো আরো অনেক বিশিষ্ট সঙ্গীত গুণী শিল্পীদের । ভালো লাগছে করোনা কালের খারাপ দিন গুলো পিছনে ফেলে আমরা আবার এই অনুষ্ঠানে এক হতে পারছি।"
সংস্থার পক্ষ থেকে সন্দীপন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক, বেহালা সাংস্কৃতিক সম্মিলনী, জানালেন," গত দশ বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের এই বাৎসরিক অনুষ্ঠান। এবছর জীবনকৃতি সম্মান প্রদান করা হবে পন্ডিত স্বপন চৌধুরিকে। এর আগে এই সম্মান প্রদান করা হয়েছে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পন্ডিত শঙ্কর ঘোষ , উস্তাদ আমজাদ আলী খান ,বেগম পারভিন সুলতানা, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এর মতো আরো অনেক বিশিষ্ট সঙ্গীত গুণী শিল্পীদের । ভালো লাগছে করোনা কালের খারাপ দিন গুলো পিছনে ফেলে আমরা আবার এই অনুষ্ঠানে এক হতে পারছি।"
advertisement
advertisement
advertisement