TRENDING:

Tollywood: দু’জনের প্রোফাইলেই সমুদ্র ও ‘সে’! রহস্য ঘনীভূত তথাগত-বিবৃতির পোস্টে

Last Updated:

Tollywood: তাহলে কি সৈকতের বালুকাবেলায় একে অন্যের পাশে তাঁরাই আছেন? জল্পনা নতুন করে উস্কে দিয়েছে তাঁদের পোস্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামাজিক মাধ্যমে দু’জনের প্রোফাইলেই সমুদ্র৷ দু’জনের প্রোফাইলেই বিশেষ জনের উপস্থিতি স্পষ্ট৷ কিন্তু সেই বিশেষ জনের পরিচয় প্রকাশ করেননি তথাগত  মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায় দু’জনেই৷ তাহলে কি সৈকতের বালুকাবেলায় একে অন্যের পাশে তাঁরাই আছেন? জল্পনা নতুন করে উস্কে দিয়েছে তাঁদের পোস্ট৷
তথাগত  মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়
তথাগত মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়
advertisement

তথাগতর ফেসবুকে সাদাকালো সমুদ্রতটে এক নারী৷ তাঁর মুখ কোথাও দেখা যাচ্ছে না৷ কোনও ছবিতে নোঙর করা নৌকোর পাশে দাঁড়িয়ে তিনি ঊর্ধ্বমুখী৷ সেখানে তাঁর চুল বাঁধা চু়ড়ো খোঁপায়৷ কার্যত এই ছবিরই রঙিন সংস্করণ দেখা গিয়েছে বিবৃতির প্রোফাইলেও৷ তথাগতর পোস্ট করা বাকি তিন ছবিতে এক নারী হেঁটে চলেছে সমুদ্রের দিকে৷ নোনা হাওয়ায় উড়ছে তাঁর ছোট সাদা পোশাক ও লম্বা কালো চুল৷ ছবির ক্যাপশনে তথাগত লিখেছেন, ‘‘জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে’’৷ সঙ্গে ভটভটি-র হ্যাশট্যাগ৷

advertisement

আরও পড়ুন : কলিরে-উচ্ছ্বাস থেকে রহস্যময় উত্তর! করিশ্মা কি আবার সাতপাকে বাঁধা পড়বেন?

প্রসঙ্গত তথাগতর ‘ভটভটি’ ছবি করতে গিয়েই নাকি তথাগত-বিবৃতির ঘনিষ্ঠতা৷ টলিপাড়ায় গুঞ্জন বিবৃতি যতই তথাগতর ‘জলপরী’ হয়ে উঠেছেন, তত দূরত্ব বেড়েছে তথাগত-দেবলীনা দূরত্ব৷ অবশ্য তাঁদের তিন দনের কেউই এসব কথা স্বীকার করেননি৷

advertisement

আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁকে যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়েই থাকতে বললেন স্ত্রী

বিবৃতির শেয়ার করা রিল ভিডিওতে দেখা যাচ্ছে, বালুকাবেলায় হেঁটে যাচ্ছেন এক জোড়া নারী ও পুরুষ৷ তাঁদের শুধু অনাবৃত পা দেখা যাচ্ছে৷ আর একটি ছবিতে ভিজে বালি মেখে পড়ে আছে নারী ও পুরুষদের একজোড়া করে চটি৷ অন্য একটি ছবিতে একে অন্যকে স্পর্শ করে আছে নারী ও পুরুষের দু’টি পায়ের ভিজে পাতা৷

advertisement

আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পুরী ও গোপালপুরের সৈকতে কার সঙ্গে জলপরী হয়ে উঠলেন বিবৃতি? তথাগতর মনের জলপরীই বা কে? উত্তর এখনও সমুদ্রের মতোই রহস্য৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: দু’জনের প্রোফাইলেই সমুদ্র ও ‘সে’! রহস্য ঘনীভূত তথাগত-বিবৃতির পোস্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল