তথাগতর ফেসবুকে সাদাকালো সমুদ্রতটে এক নারী৷ তাঁর মুখ কোথাও দেখা যাচ্ছে না৷ কোনও ছবিতে নোঙর করা নৌকোর পাশে দাঁড়িয়ে তিনি ঊর্ধ্বমুখী৷ সেখানে তাঁর চুল বাঁধা চু়ড়ো খোঁপায়৷ কার্যত এই ছবিরই রঙিন সংস্করণ দেখা গিয়েছে বিবৃতির প্রোফাইলেও৷ তথাগতর পোস্ট করা বাকি তিন ছবিতে এক নারী হেঁটে চলেছে সমুদ্রের দিকে৷ নোনা হাওয়ায় উড়ছে তাঁর ছোট সাদা পোশাক ও লম্বা কালো চুল৷ ছবির ক্যাপশনে তথাগত লিখেছেন, ‘‘জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে’’৷ সঙ্গে ভটভটি-র হ্যাশট্যাগ৷
advertisement
আরও পড়ুন : কলিরে-উচ্ছ্বাস থেকে রহস্যময় উত্তর! করিশ্মা কি আবার সাতপাকে বাঁধা পড়বেন?
প্রসঙ্গত তথাগতর ‘ভটভটি’ ছবি করতে গিয়েই নাকি তথাগত-বিবৃতির ঘনিষ্ঠতা৷ টলিপাড়ায় গুঞ্জন বিবৃতি যতই তথাগতর ‘জলপরী’ হয়ে উঠেছেন, তত দূরত্ব বেড়েছে তথাগত-দেবলীনা দূরত্ব৷ অবশ্য তাঁদের তিন দনের কেউই এসব কথা স্বীকার করেননি৷
আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁকে যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়েই থাকতে বললেন স্ত্রী
বিবৃতির শেয়ার করা রিল ভিডিওতে দেখা যাচ্ছে, বালুকাবেলায় হেঁটে যাচ্ছেন এক জোড়া নারী ও পুরুষ৷ তাঁদের শুধু অনাবৃত পা দেখা যাচ্ছে৷ আর একটি ছবিতে ভিজে বালি মেখে পড়ে আছে নারী ও পুরুষদের একজোড়া করে চটি৷ অন্য একটি ছবিতে একে অন্যকে স্পর্শ করে আছে নারী ও পুরুষের দু’টি পায়ের ভিজে পাতা৷
আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
পুরী ও গোপালপুরের সৈকতে কার সঙ্গে জলপরী হয়ে উঠলেন বিবৃতি? তথাগতর মনের জলপরীই বা কে? উত্তর এখনও সমুদ্রের মতোই রহস্য৷