এই মুহুর্তে বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করছেন তিনি।মুম্বাইতে ও চলছে তার প্রযোজনায় ধারাবাহিক।মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু মিউজিক ভিডিও।
আরও পড়ুন-বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু
তারানাথ তান্ত্রিকের কথা প্রায় অনেকেই জানা। তিনি জীবনের বেশিরভাগ সময় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে জীবন কাটিয়েছেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। অলৌকিক এবং অতিলৌকিক বিষয় নিয়ে তাঁর চর্চা ছিল চোখে পড়ার মতো।
advertisement
একদিন ঘুরতে ঘুরতে একটি গ্রামে গিয়ে পৌঁছন তিনি। সেখানে গিয়ে উপলব্ধি করেন, কিছু একটা সমস্যা রয়েছে ওই গ্রামে। কিন্তু তিনি কিছুতেই বুঝে উঠতে পারেন না কীসের উৎপাত রয়েছে সেখানে।
আরও পড়ুন- 'লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে', ঐন্দ্রিলা-সব্যসাচীর জন্য কী বার্তা অনিন্দ্যর
অলৌকিক নাকি অতিলৌকিক, সেই সমস্যার হদিস পেতে তিনি তখন একরকম কৌশলের আশ্রয় নেন। যাতে তিনি বুঝে উঠতে পারেন, মহাজগতের অন্তরে অন্য কিছু বিরাজ করছে কিনা! এর পর কি সেই রহস্যের সমাধান তিনি খুঁজে পাবেন! তা জানতে হলে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভীক চক্রবর্তী, সৌমিত মিত্র, দেবলীনা ব্যানার্জি। এছাড়াও স্টারকাস্টে রয়েছে অভিনব চমক। যদিও তা এখনই বলতে নারাজ ছবির প্রযোজনা সংস্থা।
