বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু

Last Updated:

একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারা‍ৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে।

মা হলেন বিপাশা বসু এবং আলিয়া ভাট। দুই নায়িকার ঘরেই এসেছে ফুটফুটে কন্যাসন্তান। শুরু হয়েছে নতুন অধ্যায়। এ বার সেই তালিকায় জুড়ে গিয়েছে নতুন নাম। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন বলিউডের আরও এক অভিনেত্রী। ক্যাটরিনা কইফ।
গত ডিসেম্বরে সাত পাক ঘুরেছিেলন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। দেখতে দেখতে বিয়ের বছর ঘুরতে চলল। দুই সহকর্মীর পদাঙ্ক অনুসরণ করে কি এ বার মা হচ্ছেন অভিনেত্রী? বলিউডের অন্দরে কান পাতলে ভেসে আসছে তেমনই গুঞ্জন।
একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারা‍ৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে। আর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, পাপারাৎজির তোলা ছবিগুলিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করা গিয়েছে। তার পরেই রব ওঠে, মা হবেন ক্যাটরিনা। তাই নাকি তাঁর চেহারায় এ হেন পরিবর্তন।
advertisement
advertisement
সত্যিই কি তাই?
অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ভিকি বা ক্যাটরিনা। তবে গুঞ্জন, আদৌ মা হচ্ছেন না অভিনেত্রী। একটি ছবিতে অন্ত:সত্ত্বা মহিলার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আপাতত নাকি তারই প্রস্তুতি নিচ্ছেন ভিকি-পত্নী।
advertisement
ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল 'ফোন ভূত' ছবিতে। বক্স অফিসে অবশ্য বিশেষ ছাপ ফেলতে পারেনি হরর-কমেডিটি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement