বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু

Last Updated:

একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারা‍ৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে।

মা হলেন বিপাশা বসু এবং আলিয়া ভাট। দুই নায়িকার ঘরেই এসেছে ফুটফুটে কন্যাসন্তান। শুরু হয়েছে নতুন অধ্যায়। এ বার সেই তালিকায় জুড়ে গিয়েছে নতুন নাম। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন বলিউডের আরও এক অভিনেত্রী। ক্যাটরিনা কইফ।
গত ডিসেম্বরে সাত পাক ঘুরেছিেলন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। দেখতে দেখতে বিয়ের বছর ঘুরতে চলল। দুই সহকর্মীর পদাঙ্ক অনুসরণ করে কি এ বার মা হচ্ছেন অভিনেত্রী? বলিউডের অন্দরে কান পাতলে ভেসে আসছে তেমনই গুঞ্জন।
একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারা‍ৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে। আর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, পাপারাৎজির তোলা ছবিগুলিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করা গিয়েছে। তার পরেই রব ওঠে, মা হবেন ক্যাটরিনা। তাই নাকি তাঁর চেহারায় এ হেন পরিবর্তন।
advertisement
advertisement
সত্যিই কি তাই?
অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ভিকি বা ক্যাটরিনা। তবে গুঞ্জন, আদৌ মা হচ্ছেন না অভিনেত্রী। একটি ছবিতে অন্ত:সত্ত্বা মহিলার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আপাতত নাকি তারই প্রস্তুতি নিচ্ছেন ভিকি-পত্নী।
advertisement
ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল 'ফোন ভূত' ছবিতে। বক্স অফিসে অবশ্য বিশেষ ছাপ ফেলতে পারেনি হরর-কমেডিটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement