ছবির গল্পে, ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোট বেলায় নিজের বাবাকে হারিয়েছে সে । বছর দুয়েক হল জেঠু শিবাশিস ও মা অলকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। তাদের আদিবাড়িতে। জেঠু শিবাশিষ উকিল । ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ছবিটাও বেশ ভালই আঁকে সে।
অন্য দিকে , তিলোত্তমার স্বামী মারা গিয়েছে বছর সাতেক আগে। শুধু তাই নয় , 'তিলোত্তমা'র ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য । প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে , আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান। এক তরফা ভালবাসা, মান-অভিমান, এই সব কিছুর শেষে তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসাথে থাকতে? এই নিয়েই তৈরি "চিরসখা হে..."।
advertisement
আরও পড়ুন: হাতুড়ের কীর্তি! রক্ত বেরোনো বন্ধ করতে কানে মারাত্মক এমসিল আঠা ঢেলে দিল হাতুড়ে
আরও পড়ুন: বালিশ দিয়ে মুখ চেপে গোপনাঙ্গে আঘাত, প্রেমিকের জন্য স্বামীকে মারল ৪৭ বছরের মহিলা
এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার। ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্টের প্রযোজনায়, মোজোপ্লেক্স এন্টারটেনমেন্টের পরিবেশনায় আসবে এই ছবি। 'চিরসখা হে' ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী ও বরুণ চন্দকে। ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্য ঋত।
ছবির প্রেক্ষাপট এবং পরিবেশন ও বেশ মনোরম। চিত্রনাট্যের দাবি মেনে শুটিং হয়েছে পাহাড়ে। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য আরও একবার ধরা দেবে 'চিরসখা হে 'ছবির মধ্যে দিয়ে। মিড়িকে শ্যুটিং হয়েছে বেশির ভাগটাই। ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। এ বার অপেক্ষা সিনেমা হলে ছবি মুক্তির।