TRENDING:

যমজ সন্তানের জন্ম দিয়ে বিপাকে নয়নতারা-ভিগনেশ, সারোগেসি নিয়ে প্রশ্ন তুলছে সরকার

Last Updated:

সন্তান জন্মের খবর শুনে ভক্তদের দাবি, তাঁরা তো নয়নতারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেননি। হঠাৎ বিয়ের চার মাসের মধ্যেই মা হয়ে গেলেন কী ভাবে? তার ছাপ পড়ল না শরীরে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর গত ৯ জুন বিয়ে করেছিলেন অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান। চার মাস পেরোতে না পেরোতেই নবদম্পতি থেকে নব-অভিভাবক হয়ে গেলেন তাঁরা। দক্ষিণী তারকা দম্পতি জন্ম দিলেন যমজ পুত্রসন্তানের। অনেকেই এই খবরে চমকে উঠেছেন। কারণ ভক্তদের দাবি, তাঁরা তো নয়নতারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেননি। হঠাৎ বিয়ের চার মাসের মধ্যেই মা হয়ে গেলেন কী ভাবে? তার ছাপ পড়ল না শরীরে?
advertisement

চলচ্চিত্র জগতে সারোগেসির মাধ্যমে মা-বাবা অথবা সিঙ্গল মাদার বা ফাদার হয়েছেন একাধিক তারকা। সূত্রের খবর, তাঁদেরই দলে যোগ দিয়েছেন দক্ষিণী তারকা দম্পতি।

আরও পড়ুন: নয়নতারা-ভিগনেশের মতো বহু তারকা সারোগেসির সাহায্যে সন্তানের জন্ম দিয়েছেন, রইল ছবি

কিন্তু ঘরে সুখবর আসার সঙ্গে সঙ্গেই বিপদ। আইনি জটে পড়লেন নয়নতারা-ভিগনেশ। যদিও তাঁরা সারোগেসির কথা স্বীকার করেননি প্রকাশ্যে, কিন্তু জানা যাচ্ছে, তামিলনাড়ু সরকার সারোগেসি সম্পর্কে ব্যাখ্যা চাইছে।

advertisement

সোমবার একটি সংবাদ সম্মেলনে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রসঙ্গে লবলেন, ''সারোগেসি এমনিতেই যথেষ্ট বিতর্কের বিষয়। তবে আইনত, যে কোনও ব্যক্তি পরিবারের অনুমতি নিয়ে সারোগেট মা হতে পারেন। যদিও তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।''

আরও পড়ুন: ৪ মাস আগেও বেবি বাম্পের ছাপ ছিল না শরীরে, জুনে বিয়ে করে যমজ সন্তানের মা নয়নতারা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

তিনি এ বিষয়ে তদন্ত করার জন্য ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিসেসকে নির্দেশ দেবেন বলেও ঘোষণা করেন। ভারতে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ। সারোগেট মায়ের মানদণ্ড অনুযায়ী, তাঁকে অন্তত একবার বিয়ে করতে হবে এবং তাঁর নিজের সন্তান থাকতে হবে। সর্বশেষ সারোগেসি রেগুলেশন বিল অনুসারে, চিকিৎসা ব্যয় এবং সারোগেটের বিমার খরচ ছাড়া মা-বাবা আর কোনও খবর বহন করবেন না। ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে যা কার্যকর হয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
যমজ সন্তানের জন্ম দিয়ে বিপাকে নয়নতারা-ভিগনেশ, সারোগেসি নিয়ে প্রশ্ন তুলছে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল