চলচ্চিত্র জগতে সারোগেসির মাধ্যমে মা-বাবা অথবা সিঙ্গল মাদার বা ফাদার হয়েছেন একাধিক তারকা। সূত্রের খবর, তাঁদেরই দলে যোগ দিয়েছেন দক্ষিণী তারকা দম্পতি।
আরও পড়ুন: নয়নতারা-ভিগনেশের মতো বহু তারকা সারোগেসির সাহায্যে সন্তানের জন্ম দিয়েছেন, রইল ছবি
কিন্তু ঘরে সুখবর আসার সঙ্গে সঙ্গেই বিপদ। আইনি জটে পড়লেন নয়নতারা-ভিগনেশ। যদিও তাঁরা সারোগেসির কথা স্বীকার করেননি প্রকাশ্যে, কিন্তু জানা যাচ্ছে, তামিলনাড়ু সরকার সারোগেসি সম্পর্কে ব্যাখ্যা চাইছে।
advertisement
সোমবার একটি সংবাদ সম্মেলনে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রসঙ্গে লবলেন, ''সারোগেসি এমনিতেই যথেষ্ট বিতর্কের বিষয়। তবে আইনত, যে কোনও ব্যক্তি পরিবারের অনুমতি নিয়ে সারোগেট মা হতে পারেন। যদিও তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।''
আরও পড়ুন: ৪ মাস আগেও বেবি বাম্পের ছাপ ছিল না শরীরে, জুনে বিয়ে করে যমজ সন্তানের মা নয়নতারা
তিনি এ বিষয়ে তদন্ত করার জন্য ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিসেসকে নির্দেশ দেবেন বলেও ঘোষণা করেন। ভারতে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ। সারোগেট মায়ের মানদণ্ড অনুযায়ী, তাঁকে অন্তত একবার বিয়ে করতে হবে এবং তাঁর নিজের সন্তান থাকতে হবে। সর্বশেষ সারোগেসি রেগুলেশন বিল অনুসারে, চিকিৎসা ব্যয় এবং সারোগেটের বিমার খরচ ছাড়া মা-বাবা আর কোনও খবর বহন করবেন না। ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে যা কার্যকর হয়ে গিয়েছে।