৪ মাস আগেও বেবি বাম্পের ছাপ ছিল না শরীরে, জুনে বিয়ে করে যমজ সন্তানের মা নয়নতারা

Last Updated:
গত জুন মাসে বিয়ে করেছিলেন নয়নতারা-ভিগনেশ। চার মাস পেরোতে না পেরোতেই নবদম্পতি থেকে নব-অভিভাবক হয়ে গেলেন তাঁরা। দক্ষিণী তারকা দম্পতি জন্ম দিলেন যমজ পুত্রসন্তানের।
1/6
দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর গত জুন মাসে বিয়ে করেছিলেন অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান। চার মাস পেরোতে না পেরোতেই নবদম্পতি থেকে নব-অভিভাবক হয়ে গেলেন তাঁরা। দক্ষিণী তারকা দম্পতি জন্ম দিলেন যমজ পুত্রসন্তানের।
দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর গত জুন মাসে বিয়ে করেছিলেন অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান। চার মাস পেরোতে না পেরোতেই নবদম্পতি থেকে নব-অভিভাবক হয়ে গেলেন তাঁরা। দক্ষিণী তারকা দম্পতি জন্ম দিলেন যমজ পুত্রসন্তানের।
advertisement
2/6
ভিগনেশ সন্তানদের পায়ের ছবি শেয়ার করে লিখলেন, 'আমি আর নয়ন আপ্পা আর আম্মা হয়েছি। যমজ পুত্রসন্তান হয়েছে। সকলের আশীর্বাদের প্রয়োজন।' দক্ষিণ থেকে উত্তর, গোটা দেশের তারকারা শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।
ভিগনেশ সন্তানদের পায়ের ছবি শেয়ার করে লিখলেন, 'আমি আর নয়ন আপ্পা আর আম্মা হয়েছি। যমজ পুত্রসন্তান হয়েছে। সকলের আশীর্বাদের প্রয়োজন।' দক্ষিণ থেকে উত্তর, গোটা দেশের তারকারা শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।
advertisement
3/6
অনেকেই এই খবরে চমকে উঠেছেন। কারণ ভক্তদের দাবি, তাঁরা তো নয়নতারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেননি। হঠাৎ বিয়ের চার মাসের মধ্যেই মা হয়ে গেলেন কী ভাবে? তার ছাপ পড়ল না শরীরে?
অনেকেই এই খবরে চমকে উঠেছেন। কারণ ভক্তদের দাবি, তাঁরা তো নয়নতারাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেননি। হঠাৎ বিয়ের চার মাসের মধ্যেই মা হয়ে গেলেন কী ভাবে? তার ছাপ পড়ল না শরীরে?
advertisement
4/6
ভক্তরা প্রশ্ন করে চলেছেন ঠিকই। কিন্তু গত মাসেই ভিগনেশ একটি ছবি দিয়ে জল্পনা তৈরি করেছিলেন। কয়েক জন শিশুর সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, 'ভবিষ্যতের জন্য অনুশীলন চলছে।' অর্থার বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক।
ভক্তরা প্রশ্ন করে চলেছেন ঠিকই। কিন্তু গত মাসেই ভিগনেশ একটি ছবি দিয়ে জল্পনা তৈরি করেছিলেন। কয়েক জন শিশুর সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, 'ভবিষ্যতের জন্য অনুশীলন চলছে।' অর্থার বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক।
advertisement
5/6
তবে বিয়ের সময়ে অর্থাৎ চার মাস আগেও তাঁর বেবি বাম্প নজরে না আসায় ধন্দে পড়েছেন ভক্তরা। চার দিকে সেই নিয়ে আলোচনা জুড়েছেন নেটিজেনরা।
তবে বিয়ের সময়ে অর্থাৎ চার মাস আগেও তাঁর বেবি বাম্প নজরে না আসায় ধন্দে পড়েছেন ভক্তরা। চার দিকে সেই নিয়ে আলোচনা জুড়েছেন নেটিজেনরা।
advertisement
6/6
তবে তারকা দম্পতি এসব চর্চায় বিন্দুমাত্র মন না দিয়ে নিজেদের নতুন ভূমিকা পালন করে খুশি। দুই থেকে চারজনের পরিবার নিয়ে আপ্লুত নয়নতারা-ভিগনেশ।
তবে তারকা দম্পতি এসব চর্চায় বিন্দুমাত্র মন না দিয়ে নিজেদের নতুন ভূমিকা পালন করে খুশি। দুই থেকে চারজনের পরিবার নিয়ে আপ্লুত নয়নতারা-ভিগনেশ।
advertisement
advertisement
advertisement