টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রীর মা৷ পাশে ঝুলছে স্যালাইন, পাশ ফিরে শুয়ে রয়েছেন মা৷ ছবির ক্যাপশনে লেখা রয়েছে-‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’৷ অভিনেত্রীর এই ছবি শেয়ার করতেই সমস্ত অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷ সকলেই শ্বেতার পাশে দাঁড়িয়েছেন৷
এই কঠিন সময়ে অনুরাগী ও সহকর্মীরা সকলেই তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ কমেন্টে একজন লিখেছেন-‘ঈশ্বরের কাছে জেঠিমার দ্রুত আরোগ্য হওয়ার কামনা করি’৷ অন্য একজন লিখেছেন- ‘দিদি তোমার জীবনের একটা পর একটা ঝড় আচ্ছে নিজেকে শক্ত করো সব ঠিক হয়ে যাবে কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দিদি চিন্তা করো না’৷
আরও পড়ুন-সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়
আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
কিছুদিন আগেই শ্যুটিং সেটে গুরুতর আহত হন অভিনেতা৷ শ্যুটিং সেটে বেকায়দায় পড়ে গিয়ে দু’পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের। চিকিৎসক ছয় সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই সময় রুবেলের পাশে থেকে যেভাবে মনের জোর বাড়িয়েছেন তা সকলেরই মন কেড়ে নিয়েছিল৷ রুবেলের শারীরিক অসুস্থতার সময় পুরো সময়টাতেই পাশে ছিলেন প্রেমিকা৷ রুবেল নিজেও সেকথা স্বীকার করেছেন কীভাবে তাঁর যত্ন নিতেন শ্বেতা৷ রুবেল সুস্থ হয়ে উঠতে না উঠতেই মা অসুস্থ হয়ে পড়ায় ভেঙে পড়েছেন অভিনেত্রী৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল জানান, দুর্ঘটনার আগেও তাঁরা বিয়ে নিয়ে ভাবছিলেন৷ এমনকী এখনও কথাবার্তা চলছে৷ ২০২৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল ও শ্বেতা৷ তবে এখনও কোন তারিখ পাকা হয়নি৷