TRENDING:

রহস্যময় এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ছবি! বিতর্ক ছেড়ে এ বার প্রেমে মন দিলেন স্বরা

Last Updated:

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন স্বরা। সেখানে এক পুরুষের হাতে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রেমে পড়েছেন স্বরা ভাস্কর? অভিনেত্রীর সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম পোস্ট দেখে এমনই গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।
advertisement

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন স্বরা। সেখানে এক পুরুষের হাতে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিতে যদিও তাঁর সঙ্গীটির মুখ দেখা যাচ্ছে না। জল্পনা উস্কে দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'এটা ভালবাসা হতে পারে।'

হঠাৎ কার সঙ্গে এমন ঘনিষ্ঠ ছবি দিলেন স্বরা? আপাতত এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিউড তথা অনুরাগীমহলে। স্বরার পোস্টে জনৈক লিখেছেন, 'সুখবর শোনার জন্য অপেক্ষা করে আছি।' আবার অন্য জনের প্রশ্ন, 'ইনি কি আপনার প্রেমিক?'

advertisement

আরও পড়ুন: বেশরম রং-এর ঘোর বাস্তবেও? দীপিকা জন্মদিন কাটালেন হলুদ বিকিনিতে, কটাক্ষ নায়িকাকে!

আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের

অতীতে লেখক হিমাংশু শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বরা। ২০১৯ সালে যদিও সেই সম্পর্ক ভেঙে যায়।

advertisement

'যাহা চার ইয়ার'-এ স্বরাকে শেষ বার পর্দায় দেখা যায়। এ ছাড়াও তাঁর হাতে আছে একগুচ্ছ কাজ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
রহস্যময় এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ছবি! বিতর্ক ছেড়ে এ বার প্রেমে মন দিলেন স্বরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল