TRENDING:

Sushmita Sen:দু'হাতে তরবারি নিয়ে কী করছেন সুস্মিতা! সুস্থ হতেই কি ফিরে গেলেন পুরোনো অভ্যাসে

Last Updated:

Sushmita Sen: হার্ট অ্যাটাকের পর পুরোপুরি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন সুস্মিতা সেন৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন নিমেষে যেন চমকে দিয়েছেন ভক্তদের৷ গত মাসেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে,হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। তারপর থেকেই অনুরাগীরা সকলেই চিন্তিত ছিলেন সুস্মিতাকে নিয়ে৷ অভিনেত্রী নিজেও জানিয়েছিলেন, তিনি খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে চান৷ এবার সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের সুখবর দিলেন সুস্মিতা সেন৷
দু'হাতে তরবারি নিয়ে কী করছেন সুস্মিতা! সুস্থ হতেই কি ফিরে গেলেন পুরোনো অভ্যাসে
দু'হাতে তরবারি নিয়ে কী করছেন সুস্মিতা! সুস্থ হতেই কি ফিরে গেলেন পুরোনো অভ্যাসে
advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী৷ এই মুহূর্তে 'আরিয়া'-র সিজন ৩-এর শুটিং নিয়ে রাজস্থানের জয়পুরে ব্যস্ত রয়েছেন সুস্মিতা সেন৷ হার্ট অ্যাটাকের পর পুরোপুরি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন সুস্মিতা সেন৷ শুধু তাই নয় খোশমেজাজের সঙ্গে ভিডিও পোস্ট করে ভক্তদের খুশির খবর শেয়ার করেছেন৷

আরও পড়ুন-ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের

আরও পড়ুন-কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, দুহাতে তরবারি নিয়ে অনুশীলন করছেন সুস্মিতা৷ কখনও বসে, কখনও আবার দাঁড়িয়ে তরবারি ঘুরিয়ে চমক দিয়েছেন অভিনেত্রী৷ কালো রঙের স্লিভলেস টি-শার্ট, কালো রঙের ট্র্যাক প্যান্ট,খোলা চুলে সুস্মিতার কামব্যাকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ ক্যাপশনে লেখা রয়েছে, 'আরও ভয়ঙ্কর, আরও অনেক বেশি সাহসী৷ ও ফিরে এসেছে৷ শুটিং শুরু হল আরিয়া ৩-এর'৷ ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা৷ গত মাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পরই আরিয়া-র শুটিং বন্ধ হয়ে গিয়েছিল৷ জয়পুরেই চলছিল শুটিং, সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী৷ তারপর নিজেই জানান হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর৷ আগের তুলনায় তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আপাতত ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি৷ 'আরিয়া'-র শুটিংয়ের পাশাপাশি ওয়েব সিরিজ 'তালি'-র ডাবিং শেষ করেছেন সুস্মিতা সেন, যেখানে অভিনেত্রীকে রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সবন্তের চরিত্রে দেখা যাবে৷ আপাতত আরিয়া-র শুটিংয়ে পুরোপুরি ফোকাস করছেন বলি নায়িকা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen:দু'হাতে তরবারি নিয়ে কী করছেন সুস্মিতা! সুস্থ হতেই কি ফিরে গেলেন পুরোনো অভ্যাসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল