সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী৷ এই মুহূর্তে 'আরিয়া'-র সিজন ৩-এর শুটিং নিয়ে রাজস্থানের জয়পুরে ব্যস্ত রয়েছেন সুস্মিতা সেন৷ হার্ট অ্যাটাকের পর পুরোপুরি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন সুস্মিতা সেন৷ শুধু তাই নয় খোশমেজাজের সঙ্গে ভিডিও পোস্ট করে ভক্তদের খুশির খবর শেয়ার করেছেন৷
আরও পড়ুন-ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
আরও পড়ুন-কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন
সুস্মিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, দুহাতে তরবারি নিয়ে অনুশীলন করছেন সুস্মিতা৷ কখনও বসে, কখনও আবার দাঁড়িয়ে তরবারি ঘুরিয়ে চমক দিয়েছেন অভিনেত্রী৷ কালো রঙের স্লিভলেস টি-শার্ট, কালো রঙের ট্র্যাক প্যান্ট,খোলা চুলে সুস্মিতার কামব্যাকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা৷ ক্যাপশনে লেখা রয়েছে, 'আরও ভয়ঙ্কর, আরও অনেক বেশি সাহসী৷ ও ফিরে এসেছে৷ শুটিং শুরু হল আরিয়া ৩-এর'৷ ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা৷ গত মাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পরই আরিয়া-র শুটিং বন্ধ হয়ে গিয়েছিল৷ জয়পুরেই চলছিল শুটিং, সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী৷ তারপর নিজেই জানান হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর৷ আগের তুলনায় তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আপাতত ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি৷ 'আরিয়া'-র শুটিংয়ের পাশাপাশি ওয়েব সিরিজ 'তালি'-র ডাবিং শেষ করেছেন সুস্মিতা সেন, যেখানে অভিনেত্রীকে রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সবন্তের চরিত্রে দেখা যাবে৷ আপাতত আরিয়া-র শুটিংয়ে পুরোপুরি ফোকাস করছেন বলি নায়িকা৷