Urfi Javed: ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের

Last Updated:

Urfi Javed: নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷

ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
মুম্বই:উরফি জাভেদকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়৷ তিনি কোনও কিছু করা মানেই মুহূর্তে ভাইরাল৷ পোশাক বিতর্কের জন্য শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ৷ উরফি এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে তাঁর নাম। বিশেষত, উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন তিনি। এবারও অর্ধনগ্ন শরীরে রাস্তায় বেরিয়ে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ৷
প্রতিদিনই নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ তার নয়া লুক নিয়ে শোরগোল শুরু হয়ে গেলেও কোনওকিছুতেই তিনি পাত্তা দেন না৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ উরফির নয়া লুক মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, দেখে নিন ভিডিওটি,
View this post on Instagram

A post shared by @varindertchawla

advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, টপের বদলে বন্দুক দিয়ে শরীর ঢেকেছেন ফ্যাশনিস্তা৷ যা দেখে যে কেউ ভিড়মি খেতে পারেন, তবে একটু ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে স্কিন রঙের স্লিভলেস টপ পরেছেন উরফি৷ নীচে পড়েছেন মিনি স্কার্ট৷ কানে বড় ঝোলা দুল, নাকে বড় সাইজের নাকছাবি, চুলে টেনে বাধা খোঁপা৷ নিজের লজ্জা ঢাকতে এই পোশাক বেছে নিতেই সকলের চোখ কপালে উঠেছে৷ শেষে কিনা বন্দুক দিয়ে লজ্জা নিবারণ করে চমকে দিয়েছেন তিনি৷ তবে এই পোশাকের পিছনে রয়েছে নয়া অনুপ্রেরণা৷ 'সাস বহু ফ্লেমিংগো' থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই পোশাক পরেছেন৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না উরফি, ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে নেন উরফি৷ এবারও উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দিয়েছেন উরফি৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতে খোলামেলা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। বারেবারে খুল্লামখুল্লা শরীর দেখিয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি তিনিই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement