Urfi Javed: ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Urfi Javed: নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷
মুম্বই:উরফি জাভেদকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়৷ তিনি কোনও কিছু করা মানেই মুহূর্তে ভাইরাল৷ পোশাক বিতর্কের জন্য শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ৷ উরফি এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে তাঁর নাম। বিশেষত, উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন তিনি। এবারও অর্ধনগ্ন শরীরে রাস্তায় বেরিয়ে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ৷
প্রতিদিনই নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ তার নয়া লুক নিয়ে শোরগোল শুরু হয়ে গেলেও কোনওকিছুতেই তিনি পাত্তা দেন না৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ উরফির নয়া লুক মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, দেখে নিন ভিডিওটি,
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, টপের বদলে বন্দুক দিয়ে শরীর ঢেকেছেন ফ্যাশনিস্তা৷ যা দেখে যে কেউ ভিড়মি খেতে পারেন, তবে একটু ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে স্কিন রঙের স্লিভলেস টপ পরেছেন উরফি৷ নীচে পড়েছেন মিনি স্কার্ট৷ কানে বড় ঝোলা দুল, নাকে বড় সাইজের নাকছাবি, চুলে টেনে বাধা খোঁপা৷ নিজের লজ্জা ঢাকতে এই পোশাক বেছে নিতেই সকলের চোখ কপালে উঠেছে৷ শেষে কিনা বন্দুক দিয়ে লজ্জা নিবারণ করে চমকে দিয়েছেন তিনি৷ তবে এই পোশাকের পিছনে রয়েছে নয়া অনুপ্রেরণা৷ 'সাস বহু ফ্লেমিংগো' থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই পোশাক পরেছেন৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না উরফি, ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে নেন উরফি৷ এবারও উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দিয়েছেন উরফি৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতে খোলামেলা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। বারেবারে খুল্লামখুল্লা শরীর দেখিয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি তিনিই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 2:12 PM IST