বারবার ছক ভেঙে নতুন ধারার প্রচলন করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এ বারও '৯০ দশকের জনপ্রিয় নায়িকা ছক ভাঙতে চলেছেন পর্দায়। তাঁর অভিনয়েই ফুটে উঠবে গৌরী সাওয়ান্তের জীবনকাহিনি।
আরও পড়ুন: ডিপি থেকে উধাও ছবি! সুস্মিতা-ললিতের সম্পর্কে ফাটল ধরল নাকি! প্রশ্ন উঠছে বলিপাড়ায়
ভারতের প্রথম রূপান্তরকামী মা। কত যে বাধা বিপত্তি পেরিয়ে তিনি সন্তান পালন করেছন, তার ইয়ত্তা নেই। অন্য দিকে যখন বলিউডে কেউ ভাবতেই পারেনি, তখন সিঙ্গেল মাদার হয়েছেন সুস্মিতা। আজও তিনি অবিবাহিত। এক শতাংশ হলেও গৌরীর জীবনযুদ্ধের আঁচ তিনি টের পেয়েছেন। আর তাই নাকি নির্ভীক গৌরীর লড়াইয়ের গল্প তিনি অভিনয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন।
advertisement
আরও পড়ুন: ললিত কি অতীত? ফের মেয়ে এবং প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতার সফর প্রকাশ্যে!
কেবল এক রূপান্তরকামী মায়ের গল্প নয়, এই সিরিজে দেখানো হবে মা-মেয়ের সম্পর্কের সমীকরণও।
৬টি এপিসোডের এই সিরিজটি পরিচালনা করছেন মরাঠি পরিচালক রবি যাদব। শুরু হয়েছে শ্যুটিং। শিরোনাম এখনও স্থির হয়নি। শোনা যাচ্ছে, এই সিরিজের শ্যুটিং শেষ হবে নভেম্বরে। তার পরেই তিনি 'আরিয়া' সিরিজের তৃতীয় সিজনের কাজ শুরু করবেন।