ললিত কি অতীত? ফের মেয়ে এবং প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতার সফর প্রকাশ্যে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গত বছর ডিসেম্বরে তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন রোহমান এবং সুস্মিতা। তা হলে কি পুরনো প্রেমে কোনও ছেদ পড়েনি?
#কলকাতা: কোথায় ললিত মোদী? কোথায়ই বা তাঁর প্রেম? পুরনো প্রেম যদি এখনও অর্ধেকের বেশি জুড়ে থাকেন, নতুনের জায়গা হয়? ধোঁয়াশায় ভরা প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবন। ললিত তাঁর এবং সুস্মিতা সেনের প্রেমের কথা জনসমক্ষে জানানোর পরও তাঁকে তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গেই দেখা যাচ্ছে বেশি।
সম্প্রতি ছোট কন্যা আলিশার জন্মদিন উপলক্ষে রোহমান শল সেন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। রবিবার সুস্মিতা, তাঁর বড় কন্যা রেনে এবং রোহমানকে মুম্বইয়ের সান্তা ক্রুজে একটি বুটিক থেকে বেরোতে দেখা যায়। জড়ো হয়ে পড়েন পাপারাৎজিরা। তিন জনে মিলে হাসিমুখে পোজ দেন।
কিন্তু তাতে আরও সংশয় বেড়ে যায় ভক্তদের। ভিডিওর মন্তব্য বাক্সে একের পর এক মন্তব্য, 'ললিত ভাইয়ের কী হল?', কেউ বললেন, 'এত সংশয়!'
advertisement
advertisement
advertisement
এর আগেও 'লাল সিং চাড্ডা'র প্রিমিয়ারে সুস্মিতাকে দেখা গিয়েছিল তাঁর পুরনো প্রেমিকের সঙ্গে।
গত ১৪ জুলাই প্রথম বার ললিতের পোস্টে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ললিত বিশ্বসুন্দরীর সঙ্গে ছবি দিয়ে লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা? তবে কিছু ক্ষণের মধ্যেই ললিত নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
advertisement
গত বছর ডিসেম্বরে তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন রোহমান এবং সুস্মিতা। বঙ্গতনয়া ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'আমাদের শুরু বন্ধুত্ব দিয়ে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।' স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আর তাঁরা প্রেমিক-প্রেমিকা নন, কেবল বন্ধু।
advertisement
তা হলে কি পুরনো প্রেমে কোনও ছেদ পড়েনি? বা ললিতের ঘোষণাও কি সত্যিই নয়? সব চর্চা তালগোল পাকিয়ে দিলেন সুস্মিতা৷ তাঁর পক্ষেই যা করা সম্ভব৷ প্রেমিক থেকে জনতা, সকলের কাছে সত্যিই তিনি যেন মিস্টিরিয়াস লেডি বা রহস্যময়ী নারী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 10:49 AM IST