ডিপি থেকে উধাও ছবি! সুস্মিতা-ললিতের সম্পর্কে ফাটল ধরল নাকি! প্রশ্ন উঠছে বলিপাড়ায়

Last Updated:

ললিত মোদীর ডিপি থেকে উধাও সুস্মিতার ছবি৷

সুস্মিতা সেন-ললিত মোদীর সম্পর্কে ভাঙন? হঠাৎ এমন প্রশ্নেরই উদয় হয়েছে অনুরাগীদের মনে? কারণও স্পষ্ট৷ ললিত মোদীর ডিপি থেকে উধাও সুস্মিতার ছবি৷ কোথায় তাঁর প্রেম? অন্যদিকে আবার ললিত তাঁর এবং সুস্মিতা সেনের প্রেমের কথা জনসমক্ষে জানানোর পরও সুস্মিতাকে তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গেই দেখা যাচ্ছে বেশি। সব নিয়ে জল্পনা তুঙ্গে
সম্প্রতি ছোট কন্যা আলিশার জন্মদিন উপলক্ষে রোহমান শল সেন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। রবিবার সুস্মিতা, তাঁর বড় কন্যা রেনে এবং রোহমানকে মুম্বইয়ের সান্তা ক্রুজে একটি বুটিক থেকে বেরোতে দেখা যায়। জড়ো হয়ে পড়েন পাপারাৎজিরা। তিন জনে মিলে হাসিমুখে পোজ দেন।
আরও পড়ুন :  দীর্ঘ দেড় বছর পর হাওড়া স্টেশনে আজ থেকে ফের খুলছে ফুড প্লাজা
গত ১৪ জুলাই প্রথম বার ললিতের পোস্টে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ললিত বিশ্বসুন্দরীর সঙ্গে ছবি দিয়ে লেখেন, 'অর্ধাঙ্গিনী'। দুজনের আদুরে ছবিও শেয়ার করেছিলেন৷ তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। অনেকেই মনে করেছিলেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন সুস্মিতা? তবে কিছু ক্ষণের মধ্যেই ললিত নিজেই সেই ভুল ভাঙিয়েছেন। জানিয়েছেন, বিয়ে করেননি তাঁরা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু'জনে। অর্থাৎ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু দু মাসে কী এমন হল যে বদলে গেল সবটা! বলিপাড়ায় রহস্য ঘনাচ্ছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ডিপি থেকে উধাও ছবি! সুস্মিতা-ললিতের সম্পর্কে ফাটল ধরল নাকি! প্রশ্ন উঠছে বলিপাড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement