TRENDING:

তবে কি প্রাণসংশয়? সুশান্তকে নিয়ে মুখ খুলতেই নিরাপত্তা পেতে চলেছেন সেই মর্গকর্মী

Last Updated:

সম্প্রতি সেই মর্গকর্মী জানা, নিজের প্রাণের পরোয়া তিনি করেন না। সুশান্তকে 'সুবিচার' পাওয়ার জন্য লড়ে যেতে চান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই বছর কেটে গিয়েছে। তরুণ অভিনেতার অকালে চলে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশ কাটেনি আজও। বিতর্ক খানিক স্তিমিত হতেই বিতর্ক খানিক স্তিমিত হতেই ফের নতুন মোড়। কুপার হাসপাতালের এক কর্মী হঠাৎই দাবি করেন, সুশান্ত আদতে আত্মহত্যা করেননি। রূপকুমার শাহ নামে সেই ব্যক্তি আরও দাবি করেন, সুশান্তের শরীরের কয়েকটি হাড় পরীক্ষা করে দেখা গিয়েছে, হাড়ে জোরে আঘাত করার চিহ্ন রয়েছে, এবং চোখে ঘুষি মারা হয়েছিল।
advertisement

সম্প্রতি সেই মর্গকর্মী জানা, নিজের প্রাণের পরোয়া তিনি করেন না। সুশান্তকে 'সুবিচার' পাওয়ার জন্য লড়ে যেতে চান তিনি। তাঁর দাবিকে ঘিরে নতুন করে গোটা দেশ তোলপাড়। তা নিয়ে বিতর্কও কম হচ্ছে না। জানা গিয়েছে, সেই কর্মীর সুরক্ষার জন্য তাঁকে নিরাপত্তা দেওয়া হবে। বিষয়টি নিয়ে খুশি সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনি লেখেন, '১৪ জুন, ২০২০ কী ঘটেছিল গোটা দেশ তা জানতে চায়। হাতজোড় করে সিবিআইকে অনুরোধ এই কেসটির আপনারা দ্রুত মীমাংসা করুন। আপনারা প্রার্থনা করুন। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সত্য অনুসন্ধানে উনি আমাদের সাহায্য করবেন।'

advertisement

আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়

আরও পড়ুন: সামনেই পঞ্চায়েত নির্বাচন! নয়া প্রতিশ্রুতি দেনুড় গ্রাম পঞ্চায়েত প্রধানের

আরও পড়ুন: পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১৪ জুন, ২০২০। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তরুণ অভিনেতার অকাল মৃত্যুর কারণ এখনও অজানা। তবে হাসপাতালের সেই কর্মীর বক্তব্য যেন আরও একবার নতুন করে বিতর্ক উস্কে দিল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
তবে কি প্রাণসংশয়? সুশান্তকে নিয়ে মুখ খুলতেই নিরাপত্তা পেতে চলেছেন সেই মর্গকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল