এই ব্যক্তি হৃতিকের বডি ডাবল নাম মনসুর আলি খান। যাঁর চেহারার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সাদৃশ্য আছে বলে মনে করছেন নেটিজেনরা। মনসুর আলি খানকে ‘বিক্রম ভেদা’ ছবিতে বহু অ্যাকশন দৃশ্যে হৃতিকের হয়ে মারপিট করতে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ অন-স্ক্রিন রোম্যান্স থেকে বাস্তব জীবনে দম্পতি, দেখে নিন বি-টাউনের সেই ৭ জুটির কথা
advertisement
দিল্লির মনসুর কাকার হাত ধরে মু্ম্বই পাড়ি দেন। তাঁর কাকা ২৫ বছর ধরে অ্যাকশন মাস্টার ছিলেন। মনসুর জানান, অতীতেও তাঁর ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু এ বার যে বিষয়টি এত সাড়া ফেলবে, তিনি ভাবতে পারেননি। তাঁর প্রথম ছবি সলমান খান অভিনীত ‘ওয়ান্টেড’। ছবিতে তিনি একজন স্টান্টম্যান ছিলেন। তার পর ‘এক থা টাইগার’ করেছেন।
তবে,মনসুর মনে করেন তাঁর সাফল্যের কারণ হৃতিক রোশন। তিনি এবং তাঁর পরিবার রোশনের ভক্ত। হৃতিকে বডি ডাবল হিসেবে তাঁর প্রথম কাজ ‘অগ্নিপথ’-এ। তারপরে ‘কাবিল’, ‘ব্যাং ব্যাং!’, ‘সুপার ৩০’, ‘ওয়ার’ এবং ‘বিক্রম ভেদা’ করেন। হৃতিক তাঁর কাজের প্রশংসা করেন এবং সব সময় উৎসাহ দেন।
আরও পড়ুনঃ সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া
২০০৯ সালে সুশান্ত আর মনসুর একই জায়গায় মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন। ক্লাসে প্রায়ই দেখা হত তাঁদের। তখনও সুশান্ত টেলিভিশনে অভিনয় শুরু করেননি। তখনও অনেকেই তাঁদের চেহারা সাদৃশ্যের কথা বলতেন। দু'জনের উচ্চতাও এক। তাঁদের ব্যক্তিত্বও নাকি একইরকম ছিল বলে মনে হত সবার।