ছবিতে রানি বাঙালি চরিত্রে অবিনয় করেছেন। বড় পর্দায় তাঁকে সরস্বতী পুজো করতেও দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। রানির মুখে ট্রেলারের শুরুতেই শোনা যায়, ‘‘আমি দেবিকা। আর, এ আমার হাজব্যান্ড মিস্টার চ্যাটার্জি। ইনি নরওয়েতে কাজ করেন। আর এই আমাদের দুই সন্তান। আমরা আমাদের প্রিয় কলকাতা ছেড়ে নরওয়েতে নিজেদের দুনিয়া তৈরি করেছি। কিন্তু, একদিন আমাদের কাছ থেকে আমাদের দুনিয়া ছিনিয়ে নেওয়া হল...।’’