হোম » ছবি » বিনোদন » সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

  • 17

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    নতুন মা হয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের কয়েক মাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলি নায়িকা। তাঁদের জীবন জুড়ে এখন কেবল রাহা কাপুর। একরত্তির ছবি এখনও প্রকাশ করেননি তাঁরা। কিন্তু বহুবার জনসমক্ষে সন্তানের কথা বলেছেন।

    MORE
    GALLERIES

  • 27

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    সেই নতুন মায়ের জীবন জুড়ে এখন তাঁর মেয়ে। তারই চোখের সামনে উঠে এল এক কঠিন ঘটনা। কীভাবে এক মা তাঁর সন্তানদের হেফাজত পাওয়ার লড়াই করেছেন। ২০১১ সালের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সদ্য মুক্তি পেল তারই ট্রেলার।

    MORE
    GALLERIES

  • 37

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    কিন্তু সেই ট্রেলার দেখে ডুকরে কেঁদে উঠেছেন আলিয়া। নতুন মায়ের মন যেন কেঁপে উঠেছিল বারবার। তাই রানি মুখোপাধ্যায় অভিনীত ছবির ট্রেলার শেয়ার করে লিখলেন, ‘কেঁদে চলেছি। কী অসম্ভব ভাল ট্রেলার!’

    MORE
    GALLERIES

  • 47

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    .রানি মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ঘটনা আসলে এক বাঙালি দম্পতির জীবনকাহিনি থেকে উদ্বুদ্ধ। যাঁরা এই একই লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। রোমাঞ্চকর, মন খারাপ করা সেই কাহিনি সেই সময়ে অনেকেরই চোখে জল এনেছিল।

    MORE
    GALLERIES

  • 57

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্য নরওয়েতে থাকতেন। তাঁদের দুই সন্তান ছিল। ২০১১ সালে তিন বছরের ছেলে অভিজ্ঞান এবং এক বছরের মেয়ে ঐশ্বর্যকে এভাবেই কেড়ে নিয়েছিল নরওয়ে প্রশাসন। দাবি করেছিল, তাঁদের সন্তান পালনের পদ্ধতি সঠিক নয়। বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের হেফাজত কেড়ে নেওয়া হয়েছিল।

    MORE
    GALLERIES

  • 67

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    ছবিতে রানি বাঙালি চরিত্রে অবিনয় করেছেন। বড় পর্দায় তাঁকে সরস্বতী পুজো করতেও দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। রানির মুখে ট্রেলারের শুরুতেই শোনা যায়, ‘‘আমি দেবিকা। আর, এ আমার হাজব্যান্ড মিস্টার চ্যাটার্জি। ইনি নরওয়েতে কাজ করেন। আর এই আমাদের দুই সন্তান। আমরা আমাদের প্রিয় কলকাতা ছেড়ে নরওয়েতে নিজেদের দুনিয়া তৈরি করেছি। কিন্তু, একদিন আমাদের কাছ থেকে আমাদের দুনিয়া ছিনিয়ে নেওয়া হল...।’’

    MORE
    GALLERIES

  • 77

    Alia Bhatt: সন্তানদের কেড়ে নিচ্ছে প্রশাসন! ঘটনায় ডুকরে কেঁদে উঠলেন রাহার মা আলিয়া

    অসীমা চিব্বর পরিচালিত নিখিল আডবাণী এবং মধু ভোজানি প্রযোজিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে অনির্বাণ ছাড়াও আর এক বাঙালি অভিনেতার হিন্দি ছবিতে হাতেখড়ি, বোধিসত্ত্ব মজুমদার। তা ছাড়া রানি এবং নীনা গুপ্তা, জিম সরভ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। আগামী ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

    MORE
    GALLERIES