TRENDING:

Sunny Deol Gadar 2: ৫০০ কোটির পথে 'গদর ২'! তবু 'দেউলিয়া' হয়ে যাওয়ার চিন্তায় বড় সিদ্ধান্ত সানির

Last Updated:

Sunny Deol Gadar 2: দীর্ঘ কেরিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনাও করেছেন সানি। তবে অভিনেতা জানিয়েছেন, সেই পথে আর হাঁটতে চান না তিনি। বিশেষ করে প্রযোজকের জুতোয় পা গলানোর ঝুঁকি নিতে নারাজ সানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এ ভাবেও ফিরে আসা যায়। ‘গদর ২’-এর হাত ধরে সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন সানি দেওল। বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। দীর্ঘ কেরিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনাও করেছেন সানি। তবে অভিনেতা জানিয়েছেন, সেই পথে আর হাঁটতে চান না তিনি। বিশেষ করে প্রযোজকের জুতোয় পা গলানোর ঝুঁকি নিতে নারাজ সানি।
advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, অতীতে প্রযোজক হিসেবে কাজ করা অপেক্ষাকৃত সহজ ছিল। কারণ তখন পুরো বিষয়টাই নিয়ন্ত্রণে থাকত কারণ ছবির ডিস্ট্রিবিউশনের পদ্ধতি ছিল সহজ এবং স্বাভাবিক। অভিনেতার কথায়, “সেই সময় এমন কিছু মানুষ ছিলেন, যাঁদের সঙ্গে কথা বলা যেত। যোগাযোগ রাখা যেত। যখন থেকে কর্পোরেট ব্যবস্থা ঢুকে পড়ল, তখন থেকে এ সব কিছুই আর রইল না।”

advertisement

আরও পড়ুন: পর্দায় প্রাক্তন সামান্থার ছবির ট্রেলার! দেখে যা করলেন নাগা… অবাক করা কাণ্ড

আরও পড়ুন: জিতুকে জন্মদিনের শুভেচ্ছা শ্রাবন্তীর! পাল্টা ভালবাসায় ভরিয়ে কী বললেন অভিনেতা, নিমেষে ভাইরাল পোস্ট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সানি জানান, ছবি প্রযোজনা করতে গেলেই ‘দেউলিয়া’ হয়ে পড়েন তিনি। একই সঙ্গে একাধিক কাজ করার চেষ্টা তাই ত্যাগ করেছেন। আপাতত শুধু অভিনয়ে মনোনিবেশ করতে চান সানি। তাঁর কথায়, “অভিনয় করতেই আমি এসেছিলাম। তার পর প্রযোজক হলাম, পরিচালক হলাম। একসঙ্গে অনেকগুলো কাজ করলাম। এ বার সব কিছু ছেড়ে শুধু অভিনয়ে মনোযোগ দেব। যতগুলো ছবি করা যায়, করব।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Deol Gadar 2: ৫০০ কোটির পথে 'গদর ২'! তবু 'দেউলিয়া' হয়ে যাওয়ার চিন্তায় বড় সিদ্ধান্ত সানির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল