Samantha Prabhu-Naga Chaitanya: পর্দায় প্রাক্তন সামান্থার ছবির ট্রেলার! দেখে যা করলেন নাগা... অবাক করা কাণ্ড

Last Updated:
Samantha Prabhu-Naga Chaitanya: সম্পর্ক ভেঙেছে সেই কবেই। তবু কি তিক্ততার রেশ এখনও কাটেনি? সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যকে নিয়ে এ হেন প্রশ্ন মাঝেমধ্যেই মাথাচারা দেয়। সম্প্রতি নাগা যা করলেন, তাতে যেন সেই গুঞ্জনের আগুনেই আরও ঘৃতাহুতি হল।
1/5
সম্পর্ক ভেঙেছে সেই কবেই। তবু কি তিক্ততার রেশ এখনও কাটেনি? সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যকে নিয়ে এ হেন প্রশ্ন মাঝেমধ্যেই মাথাচারা দেয়। সম্প্রতি নাগা যা করলেন, তাতে যেন সেই গুঞ্জনের আগুনেই আরও ঘৃতাহুতি হল।
সম্পর্ক ভেঙেছে সেই কবেই। তবু কি তিক্ততার রেশ এখনও কাটেনি? সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যকে নিয়ে এ হেন প্রশ্ন মাঝেমধ্যেই মাথাচারা দেয়। সম্প্রতি নাগা যা করলেন, তাতে যেন সেই গুঞ্জনের আগুনেই আরও ঘৃতাহুতি হল।
advertisement
2/5
শুক্রবার কন্নড় ছবি 'বয়েজ হস্টেল'-এর তেলুগু ডাবড ভার্সনের বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নাগা। কিন্তু ইন্টারভ্যালের সময় প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় দক্ষিণী তারকাকে।
শুক্রবার কন্নড় ছবি 'বয়েজ হস্টেল'-এর তেলুগু ডাবড ভার্সনের বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নাগা। কিন্তু ইন্টারভ্যালের সময় প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় দক্ষিণী তারকাকে।
advertisement
3/5
আপাতদৃষ্টিতে এতে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু এক সংবাদমাধ্যমের দাবি, ছবির ইন্টারভ্যালের সময় সামান্থা অভিনীত 'কুশি'র ট্রেলার চলে। সেটি এড়িয়ে যেতেই নাকি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী।
আপাতদৃষ্টিতে এতে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু এক সংবাদমাধ্যমের দাবি, ছবির ইন্টারভ্যালের সময় সামান্থা অভিনীত 'কুশি'র ট্রেলার চলে। সেটি এড়িয়ে যেতেই নাকি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী।
advertisement
4/5
শুধু তাই নয়। গুঞ্জন এও যে, বিষয়টি বুঝতে পেরেই নাকি অপারেটর তাঁর ভুল শুধরে নেন। তবে পুরো ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
শুধু তাই নয়। গুঞ্জন এও যে, বিষয়টি বুঝতে পেরেই নাকি অপারেটর তাঁর ভুল শুধরে নেন। তবে পুরো ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
advertisement
5/5
২০২১ সালের নভেম্বর মাসে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন নাগা-সামান্থা। সম্পর্ক ভাঙার পর থেকে একে অপরকে এড়িয়েই চলেন তাঁরা।
২০২১ সালের নভেম্বর মাসে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন নাগা-সামান্থা। সম্পর্ক ভাঙার পর থেকে একে অপরকে এড়িয়েই চলেন তাঁরা।
advertisement
advertisement
advertisement