যুদ্ধ নিয়ে তৈরি হওয়া সিনেমা গুলির মধ্যে নি:সন্দেহে অন্যতম সেরা ‘বর্ডার’। ভারতীয় সেনার লড়াই নিয়ে তৈরি এই ছবি উস্কে দেয় নব্বইয়ের দশকের বলিউডের স্মৃতি।
আরও পড়ুন: ‘সিরিয়াল কিসারকে’ চুমু! সকলের সামনেই ইমরান হাশমির সঙ্গে এ কী করলেন সলমন? চক্ষু চড়কগাছ সকলের
সানি দেওল, সুনীল শেট্টি-সহ একাধিক তারকাখচিত সিনেমা বর্ডার। সূত্রের খবর অনুযায়ী, ‘বর্ডার ২’ তেও একাধিক বলিতারকাকে দেখা যাবে।
advertisement
সানি দেওলের পাশাপাশি ‘বর্ডার ২’-তে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। শোনা যাচ্ছে, সুনীল শেট্টির ছেলে নবাগত অহন শেট্টিকেও নাকি দেখা যাবে এই ছবিতে। শোনা গিয়েছে, সেই ছবির জন্য নাকি ৫০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন তিনি। তাতেও অবশ্য পিছিয়ে আসেননি নির্মাতারা।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 5:59 PM IST