Salman Khan-Emraan Hashmi: ‘সিরিয়াল কিসারকে’ চুমু! সকলের সামনেই ইমরান হাশমির সঙ্গে এ কী করলেন সলমন? চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

ইমরানের সঙ্গে এ কী কাণ্ড করে বসলেন ভাইজান? দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের।

‘সিরিয়াল কিসারকে’ চুমু! সকলের সামনেই ইমরান হাশমির সঙ্গে এ কী করলেন সলমন? চক্ষু চড়কগাছ সকলের
‘সিরিয়াল কিসারকে’ চুমু! সকলের সামনেই ইমরান হাশমির সঙ্গে এ কী করলেন সলমন? চক্ষু চড়কগাছ সকলের
মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে সলমন খান, ক‍্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’। ইতিমধ‍্যেই বিশ্ব‍ব‍্যাপী ৩০০ কোটিরও বেশি ব‍্যবসা করে ফেলছে এই ছবি। তবে সম্প্রতি মুম্বইয়ের একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সলমন, ইমরান, ক‍্যাটরিনা-সহ ছবির কলাকুশলীরা। সেখানেই ইমরানের সঙ্গে এ কী কাণ্ড করে বসলেন ভাইজান? দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনের।
সাংবাদিক বৈঠক চলাকালীন ‘টাইগার ৩’ নিয়ে কথা বলছিলেন সলমন। তিনি বলেন,‘‘এই ছবিতে ক‍্যাটরিনা রয়েছে। তাই খানিকটা রোম‍্যান্সতো থাকতেই হবে।’’ এর পরেই ইমরানের দিকে তাকান সলমন। পরে হালকা হেসে ইমরানের দিকে তাকান ভাইজান।
advertisement
advertisement
মুচকি হেসে সলমন বলেন, ‘‘যদি ইমরান আতিশের চরিত্রে অভিনয় না করতো, তাহলে তো এটা হয়েই যেত।’’ এরপরেই ইমরানের দিকে এগিয়ে যান, এবং সকলের সামনেই তাঁকে চুমু খেয়ে বসেন। তবে সলমন মজা করেই এমন কাণ্ড করেছেন। ক‍্যামেরাতে দেখানোর জন‍্যই চুমুর অভিনয় করেছেন। তারপরেই হাসিতে ফেটে পড়েন সকলে।
advertisement
রমরমিয়ে চলছে সলমন ক‍্যাটরিনার ‘টাইগার ৩’। মুক্তির প্রথম দিনেই ছবির আয় ছিল ৪৪.৫০ কোটি টাকা। টাইগার ৩ ভারতে মোট ২২৯ কোটি ( ১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন পর্যন্ত মোট ৩০০ কোটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan-Emraan Hashmi: ‘সিরিয়াল কিসারকে’ চুমু! সকলের সামনেই ইমরান হাশমির সঙ্গে এ কী করলেন সলমন? চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement