Miss Universe 2023: ২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সুস্মিতা সেন, লারা দত্তার পর হারনাজ সাঁধু৷ তিন ভারতীয় কন্যা দেশকে গর্বিত করেছেন মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে৷ এঁদের উত্তরসূরী কি হতে পারবেন এবারের ভারতীয় প্রতিযোগী শ্বেতা?
ফের আয়োজিত হতে চলেছে মিস ইউনিভার্স প্রতিযোগীতা৷ সুস্মিতা সেন, লারা দত্তার পর হারনাজ সাঁধু৷ তিন ভারতীয় কন্যা দেশকে গর্বিত করেছেন মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে৷ এঁদের উত্তরসূরী কি হতে পারবেন এবারের ভারতীয় প্রতিযোগী শ্বেতা? কে এই মডেল? জেনে নেওয়া যাক তাঁক বিষয়ে৷
১৮ নভেম্বর সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় ৯০টি দেশ অংশগ্রহণ করবে। মিস ডিভা ২০২৩ ভারতের পক্ষ থেকে অংশ নেবেন।
advertisement
১৬ নভেম্বর রাত ৯টায় এই প্রতিযোগীতাটির আসর বসতে চলেছে৷ ভারতীয়রা ১৯ নভেম্বর সকাল ৬.৩০ টা থেকে মিস ইউনিভার্সের ইউটিউব চ্যানেল এবং এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতাটি দেখতে পাবে।
advertisement
২০২৩-এর মিস ইউনিভার্স প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা সারদা৷ শ্বেতা শারদা ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে উপস্থাপন করবেন। শ্বেতা মিস ডিভা ইউনিভার্স ২০২- এর বিজয়ী। তিনি ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ৷
২২ বছরের শ্বেতা চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি একজন মডেল এবং নৃত্যশিল্পী। ডান্স দিওয়ানে, ডান্স প্লাস এবং ডান্স ইন্ডিয়া ডান্সের মতো বেশ কিছু টিভি রিয়েলিটি শো-এর অংশ ছিলেন শ্বেতা সারদা। এমনকি রিয়েলিটি শো ‘ঝলক দিখলাজা’-এর কোরিওগ্রাফার হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 8:39 PM IST