Miss Universe 2023: ২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?

Last Updated:

সুস্মিতা সেন, লারা দত্তার পর হারনাজ সাঁধু৷ তিন ভারতীয় কন্যা দেশকে গর্বিত করেছেন মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে৷ এঁদের উত্তরসূরী কি হতে পারবেন এবারের ভারতীয় প্রতিযোগী শ্বেতা?

২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
ফের আয়োজিত হতে চলেছে মিস ইউনিভার্স প্রতিযোগীতা৷ সুস্মিতা সেন, লারা দত্তার পর হারনাজ সাঁধু৷ তিন ভারতীয় কন্যা দেশকে গর্বিত করেছেন মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরে৷ এঁদের উত্তরসূরী কি হতে পারবেন এবারের ভারতীয় প্রতিযোগী শ্বেতা? কে এই মডেল? জেনে নেওয়া যাক তাঁক বিষয়ে৷
১৮ নভেম্বর সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় ৯০টি দেশ অংশগ্রহণ করবে। মিস ডিভা ২০২৩ ভারতের পক্ষ থেকে অংশ নেবেন।
advertisement
১৬ নভেম্বর রাত ৯টায় এই প্রতিযোগীতাটির আসর বসতে চলেছে৷ ভারতীয়রা ১৯ নভেম্বর সকাল ৬.৩০ টা থেকে মিস ইউনিভার্সের ইউটিউব চ্যানেল এবং এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতাটি দেখতে পাবে।
advertisement
২০২৩-এর মিস ইউনিভার্স প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা সারদা৷ শ্বেতা শারদা ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে উপস্থাপন করবেন। শ্বেতা মিস ডিভা ইউনিভার্স ২০২- এর বিজয়ী। তিনি ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ৷
২২ বছরের শ্বেতা চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি একজন মডেল এবং নৃত্যশিল্পী। ডান্স দিওয়ানে, ডান্স প্লাস এবং ডান্স ইন্ডিয়া ডান্সের মতো বেশ কিছু টিভি রিয়েলিটি শো-এর অংশ ছিলেন শ্বেতা সারদা। এমনকি রিয়েলিটি শো ‘ঝলক দিখলাজা’-এর কোরিওগ্রাফার হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss Universe 2023: ২০২৩-এর মিস ইউনিভার্সের মঞ্চে দেশকে তুলে ধরবেন শ্বেতা! কে তিনি? সুস্মিতা-লারার উত্তরসূরী হতে পারবেন কি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement