Mrunal Thakur-Badshah: দীপাবলির পার্টিতে হাতে হাত! বলিপাড়ার নতুন ‘জুটি’ বাদশা-ম্রুণাল? ছবি ভাইরাল হতেই তোলপাড়

Last Updated:

আলোর উত্‍সব উদযাপনের মাঝেই হাতে হাত রেখে নজর কাড়লেন দুই তারকা, র‍্যাপার বাদশা এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

দীপাবলির পার্টিতে হাতে হাত! বলিপাড়ার নতুন ‘জুটি’ বাদশা-ম্রুণাল? ছবি ভাইরাল হতেই তোলপাড়
দীপাবলির পার্টিতে হাতে হাত! বলিপাড়ার নতুন ‘জুটি’ বাদশা-ম্রুণাল? ছবি ভাইরাল হতেই তোলপাড়
দীপাবলি উপলক্ষ‍্য উ‍ত্‍সব মেতে উঠেছিল বলিপাড়াও। একধিক তারকা আয়োজন করেছিলেন ‘দিওয়ালী পার্টির’। আলোর উত্‍সব উদযাপনের মাঝেই হাতে হাত রেখে নজর কাড়লেন দুই তারকা, র‍্যাপার বাদশা এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।
শিল্পা শেট্টির বাড়ির দিওয়ালির পার্টিতে হাতে হাত ধরে প্রবেশ করেন বাদশা এবং ম্রুণাল। এরপর থেকেই দুই তারকার রসায়ণ নিয়ে জল্পনা শুরু হয়। নিমেষে ছড়িয়ে পড়ে বাদশা-ম্রুণালের ছবি।
advertisement
পার্টি থেকে বেরোনোর সময় শিল্পার সঙ্গে ছবিও তোলেন ম্রুণাল ও বাদশা। তার পরে একে অপরের হাত ধরে গাড়িতে উঠতে দেখা যায় বলিপাড়ার চর্চিত যুগলকে। তবে কি নতুন প্রেম দানা বাঁধছে?
advertisement
তবে প্রেমের জল্পনায় জল ঢেলে দিয়েছেন বাদশা স্বয়ং। তিনি সোশ‍্যাল মিডিয়ার পাতায় লেখেন,‘‘আপনাদের দুঃখ দেওয়ার জন্য ক্ষমা চাইছি। কিন্তু আপনারা যেটা ভাবছেন তেমনটা নয়’’।
অন‍্যদিকে, শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ম্রুণাল। পাত্র নাকি দক্ষিণী বিনোদন জগতের কোনও এক তারকা। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। আবার দীর্ঘ দিনের প্রেমিকা ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন বাদশা। এমনটাই কানাঘুষো চলছিল। তবে আপাতত নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বাদশা ম্রুণাল দু’জনেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mrunal Thakur-Badshah: দীপাবলির পার্টিতে হাতে হাত! বলিপাড়ার নতুন ‘জুটি’ বাদশা-ম্রুণাল? ছবি ভাইরাল হতেই তোলপাড়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement