মাত্র ৪৪ বছরের সুনীল গ্রোভার এক সময় কপিল শর্মার সঙ্গে কমেডি শো-করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বড় পর্দায় নিজের অভিনয়ক্ষমতাও প্রমাণ করেছেন তিনি। এমনকী ওটিটিতেও করেছেন কাজ। জানা গিয়েছে, আচমকা ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি শ্যুটিং শেষ করে হাসপাতালে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: আরও অনেক বেশি সংক্রামক ওমিক্রনের নতুন রূপ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা! জানুন
সুনীল গ্রোভােরর হৃদরোগের খবরে মন খারাপ বহু সহ অভিনেতা ও ভক্তদের। সুনীল বর্তমানে চুটিয়ে কাজ করছেন। হঠাৎ, তাঁর এমন কী হল যে, তড়িঘড়ি অস্ত্রোপচারের প্রয়োজন হল? প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও হৃদযন্ত্রে ঠিক কী সমস্যা হচ্ছে, সেটা হাসপাতালের তরফে জানা যায়নি এখনও। সুনীলের অস্ত্রোপচারের খবর শুনেই দ্রুত আরোগ্য কামনা করেছেন সিমি গেরওয়াল। লিখেছেন, 'আমি হতভম্ব এই খবর শুনে। নিজে হৃদযন্ত্রের সমস্যা নিয়েও আমাদের মনকে হাসি-খুশি রাখেন সুনীল। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।'
আরও পড়ুন: পরীক্ষা বাড়তেই বাড়ল করোনা আক্রান্ত ও সংক্রমণের হার, রাজ্যে একদিনে মৃত ৩৫!
হাসপাতালে সুনীল গ্রোভারের সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না বলে খবর। যদিও তাঁর পরিবারের লোকেরা রয়েছেন হাসপাতালে। আর ঘনিষ্ঠ বন্ধুরা প্রতিনিয়ত খোঁজ রাখছেন তাঁর।