কিন্তু সব তর্কে ইতি টেনে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার প্রকাশের দিন এক মঞ্চে দেখা যায় দুই ব্যোমকেশ অর্থাৎ দেব ও অনির্বাণকে। তবে এখানেই থেমে যায়নি সব আলোচনা। এই মঞ্চে বলা দেবের বক্তব্যকে ঘিরে আবার নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন সুজয় প্রসাদ।
আরও পড়ুন: সৌমিতৃষাই কেন ‘প্রধান’-এর নায়িকা? জবাব দিলেন দেব নিজেই
advertisement
সেদিনের অনুষ্ঠানে অভিনেতা দেব বললেন যে ব্যোমকেশ নিয়ে সবাইকে একত্রে আনতে পারলে ইন্ডাস্ট্রির লাভ এবং আসলে সবাই একটা গোটা পরিবার। আর তাঁর এই মন্তব্যকে উল্লেখ করে সুজয় প্রসাদ সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য শেয়ার করে নেন। বিশেষ করে ‘পরিবার’ এই মন্তব্যকে একটু অন্যভাবে তুলে ধরেন বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
সুজয় প্রসাদ লেখেন ‘একটি সাংবাদিক সম্মেলনে অভিনেতা দেব খুব সুন্দর করে বললেন যে ব্যোমকেশ নিয়ে তাঁরা সবাইকে একত্রে আনতে পারলে ইন্ডাস্ট্রির লাভ এবং আসলে সবাই একটা গোটা “পরিবার”। এই দর্শনকে সাধুবাদ জানাই। তবে আসল কথাটা হল বাণিজ্য “পরিবার”তন্ত্রের উপর নির্ভরশীল নয়। আর শিল্পী নির্বাচন সত্যিই বড় “পরিবার” ঘেঁষা। সেখানে “অডিশন” নেই। নিজের শিল্পী সত্ত্বার নির্ণায়ক যদি আমার স্বজনের প্রযোজনা সংস্থা হয়, তাহলে গোটা Identity Politics-টাই মাটি। যারা ভাবছেন যে আমার এই পোস্টে একটা হালকা “আঙুর ফল টক” আছে, তাঁরা ভালবাসা নেবেন।।’
এই ছবিতেই কমেন্ট করে অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় লেখেন শেষ লাইনটা আমি ভাবতে পারছি না…আর বাকিটা দেব বুঝবে না তো আমি কোথা থেকে বুঝব…’। ফলত বোঝাই যায়, দেবের প্রযোজনা সংস্থার বেশিরভাগ ছবিতে তিনি থাকেন নায়কের ভূমিকায়। অন্যদিকে নায়িকার ভূমিকায় বেশি দেখা যায় রুক্মিণী মৈত্রকে। সুজয় প্রসাদ স্পষ্ট করে না বললেও তিনি যে সে দিকেই যে ইঙ্গিত করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের।