TRENDING:

Sudipa Chatterjee: 'আর কটা জন্মদিনে তোমায় পাব জানি না মা', হঠাৎ কেন 'এই' পোস্ট সুদীপার? চিন্তায় ভক্তরা

Last Updated:

Sudipa Chatterjee: নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷ আজ তাঁর মায়ের জন্মদিন৷ মা-কে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন সুদীপা৷ সম্প্রতি অভিনেত্রীর পোস্টেই তা ধরা পড়ল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সময়টা মোটেই ভাল যাচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়ের৷ এক তো পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন৷ তার উপর দুর্গাপুজোর অষ্টমীর রাতেই প্রিয় সদস্যকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ এছাড়াও মায়ের শরীরও খুব খারাপ সুদীপার৷ মা-কে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন সুদীপা৷ সম্প্রতি অভিনেত্রীর পোস্টেই তা ধরা পড়ল৷
advertisement

নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷ আজ তাঁর মায়ের জন্মদিন৷ এদিন মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুদীপা ক্যাপশনে লেখেন, বার্থ ডে লেডির সঙ্গে৷ আর কটা জন্মদিন আমরা একসঙ্গে পালন করতে পারব ৷ আমি সত্যিই জানি না ৷ তবে আমি তোমাকে একটা কথাই বলি, মা হলেন একমাত্র যে তোমাকে কোনও পরিস্থিতিতেই বিচার করে না৷ অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

advertisement

আরও পড়ুন-      বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

আরও পড়ুন-     টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ৷ সম্প্রতি কার্ডিওলজিস্ট ড. মনোজ কুমার ডাগার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷ বর্তমানে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুদীপাকে৷ বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অগ্নিদেব চট্টোপাধ্যায়কে৷ স্বামীর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সকলের প্রার্থনায় ও চিকিৎসকের জন্যই সুস্থ হয়ে উঠেছেন সুদীপার স্বামী৷ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই আচমকা অসুস্থ হয়ে হয়ে পড়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন সুদীপার স্বামী ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: 'আর কটা জন্মদিনে তোমায় পাব জানি না মা', হঠাৎ কেন 'এই' পোস্ট সুদীপার? চিন্তায় ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল