বয়স এখনও তিন হয়নি ইউভানের৷ সাদা রঙের পাঞ্জাবি-পাজামা পরে হাতে পতাকা নিয়ে ইউভানের স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী৷ আরবানার ক্যাম্পাসের মধ্যেই সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, সেখানেই হয়েছে জাতীয় পতাকা উত্তোলন৷ ইউভান পতাকা নিয়ে পৌঁছে গিয়েছে সেখানে৷ কপালে হাত ঠেকিয়ে স্যালুটও জানিয়েছে একরত্তি৷ ইউভানের এই ভিডিও মন ছুঁয়ে গেছে নেটিজেনদের৷
advertisement
আরও পড়ুন-‘জেলের বাথরুম পরিষ্কার করতেন সলমন’, শিউরে উঠা কাহিনি ফাঁস করলেন ভাইজান
আরও পড়ুন-চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি
একরত্তি ইউভানের স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও ব্যাকগ্রাউন্ডে বাজছে রাজি সিনেমার অ্যায় ওয়াতান ওয়াতান মেরে আবাদ রাহে তু-গানটি৷ ঝড়ের গতিতে শুভশ্রীর এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ ভিডিওর কমেন্টে অভিনেত্রীকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা৷