মন ফাগুনের ১বছরেও কাজ থেকে ছুটি নেই নায়ক-নায়িকা ও কলাকুশলীদের। জোরকদমে শ্যুটিং চলছে আউটডোরে। ফলে সেটে কেক কাটা, আলো, হইচই, উদযাপনের একদম সময় নেই। তা বলে একটা সেলেব্রেশন হবে না, তা হয়? একেবারেই না। ধারাবাহিকের দুই মুখ ঋষিরাজ এবং পিহু দর্শকদের জন্য আনল নতুন চমক। দর্শকরা তাঁদের সাধের সিরিয়ালের সাফল্যে কীভাবে উদযাপন করছেন নিজেদের বাড়িতে? তা ভিডিও করে ট্যাগ করতে হবে ফেসবুকের মন ফাগুন পেজকে। সবচেয়ে সেরা ভিডিও যিনি করবেন, তিনি পাবেন সেটে গিয়ে সকলের সঙ্গে দেখা করার সুযোগ। এছাড়াও বাকি দর্শকদের ভিডিও ফেসবুক পেজ কর্তৃপক্ষ শেয়ার করবেন। ফলে বুঝতেই পারছেন, আপনার কাছে রয়েছে এখন সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন: কলকাতার বর্ষার মরশুমে আইরিস ছোঁয়া! সোমলতা-অনিন্দ্য-উপল জুটির বিশেষ নিবেদন-'জলচিঠি'
প্রসঙ্গত, টিআরপি-র দৌড়ে সপ্তাহখানেক ধরেই পিছিয়ে রয়েছে ‘মন ফাগুন’। এমনকি, ঋষি আর পিহুর বিয়েও টিআরপিতে কোনও প্রভাব ফেলতে পারেনি । তাই দর্শকদের টানতে ফের তৃতীয় ব্যক্তিকে ধারাবাহিকে নিয়ে আসা হয়েছে বলে মনে করা হচ্ছে । এবার এই তৃতীয় ব্যক্তি, নেত্রা কতটা টিআরপিতে প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার ।