বহু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে অস্কার অনুষ্ঠানের। একটি ভিডিওর ভিত্তিতে কর্তৃপক্ষ ইতিমধ্যেই একাংশ ভারতীয়ের নিশানায়। আমেরিকাকে তোপ দাগলেন কেউ কেউ।
আরও পড়ুন: পথ দেখানোর জন্য ধন্যবাদ! অস্কারে দক্ষিণী দুই ছবি, কী বললেন শাহরুখ? বলিউডে হইচই!
ভিডিওয়ে দেখা যাচ্ছে, ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ জয়ী ঘোষণা হওয়ার পর টিমের প্রত্যেকে আনন্দে লাফালাফি করছেন। এসএস রাজামৌলী, তাঁর স্ত্রী এবং আরও দু'জনকে দেখা যাচ্ছে সেই টেবিলে। রামচরণ, স্ত্রী উপাসনা কোনিডেলা এবং জুনিয়র এনটিআরকে যদিও দেখা যাচ্ছে না সেখানে। তার পর একে একে পুরস্কার নিতে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। কিন্তু এই ভিডিওতে নেটিজেনদের চোখে পড়েছে অন্য জিনিস। রাজামৌলী এবং তাঁর টিমকে বসতে দেওয়া হয়েছে ‘এক্সিট’-এর পাশে। অর্থাৎ একেবারে শেষের দিকে, পিছনে।
advertisement
দেখে রাগে ফেটে পড়েছেন ভক্তরা। কেউ লিখলেন, ‘ওরা জিতবে জেনেও এত পিছনে বস্তে দেওয়া হল কেন?’ কেউ দুষলেন আমেরিকাকে। কেউ কেউ আবার রাগ দেখিয়েছেন দীপিকা পাড়ুকোনের উপর। লিখলেন, ‘রাজামৌলীরা একেবারে পিছন দিকে বসেছেন আর দীপিকা একদম সামনে!’
আরও পড়ুন: 'নাটু নাটু' গানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে, দেশের অস্কারজয়ীদের অভিনন্দন মোদির!
প্রসঙ্গত, কর্তৃপক্ষের তরফে দীপিকাকে আহ্বান জানানো হয়েছিল উপস্থাপক হিসেবে। তিনি মঞ্চে উঠে ‘নাটু নাটু’র সম্পর্কে বক্তব্য রাখেন। এমনকি 'আরআরআর'-এর জয়ে আনন্দে চোখে জলও আসে তাঁর।