শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি ‘কিং’-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
advertisement
তবে, তিনি স্বাভাবিকভাবে প্রদত্ত ২ লক্ষ টাকার পরিবর্তে মাত্র ১ লক্ষ টাকা নগদ পুরস্কার পান। উভয় অভিনেতাই নগদ পুরস্কারের পাশাপাশি মেডেল এবং শংসাপত্র পাবেন।
কিন্তু কেন ১লাখ টাকা পাবেন?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়ম অনুযায়ী, যদি কোনও পুরস্কার দুজন বিজয়ীর মধ্যে ভাগ করা হয়, তবে প্রত্যেকে আলাদা মেডেল ও শংসাপত্র পাবেন, কিন্তু নগদ অর্থের পুরস্কার সমানভাবে ভাগ হবে।
এর মানে, খান ও ম্যাসি দু’জনেই নগদ পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা করে পাবেন। এ বছর সেরা অভিনেতা বিভাগে একাধিক বিজয়ী আছেন, সেখানে তাই এই নিয়ম প্রযোজ্য হবে।