আগামিকাল, একুশে জুলাই থেকে শ্যুট শুরু হবে সৃজিতের আগামী ছবির। বেশ কয়েক মাস ধরেই এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে, সেই নিয়ে জলঘোলা হয়েছে। প্রথমে এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু দ্বিতীয় বার অন্ত:সত্ত্বা হওয়ার পর শুভশ্রীর পরিবর্তে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে বেছে নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় আফরান নিশো এবং তমা মির্জা! ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে বিরল ছবি, রইল অ্যালবাম
এবার বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার বসুবাটিতে ছবির লোগো প্রকাশ পেল। প্রসঙ্গত, এই বসুবাটিতেই সৃজিতের জীবনের দ্বিতীয় এবং সবথেকে জনপ্রিয় এবং উচ্চপ্রশংসিত ছবি ‘২২ শে শ্রাবণ’-এর শ্যুট হয়েছিল। সেখানেই আগামী ছবির শিল্পীদের নিয়ে হাজির হলেন পরিচালক। সকলের পরনেই সাদা টিশার্ট, পাঞ্জাবী, টপ এবং ডেনিম। ফেসবুকে সেই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, ‘আসছে খুব শীঘ্র’।
আরও পড়ুন: প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে জাভেদ-ফারহান! বিরল ছবিতে তোলপাড়
পরিচালকের কথায়, ‘‘পুজো রিলিজ হিসেবে উপস্থাপন করা হল ‘দশম অবতার’। দর্শকেরা এই ছবির সঙ্গে একাত্ম হবেন, এ কথা ভেবেই রোমাঞ্চ বোধ করছি। এসভিএফ-এর সঙ্গে আবার জুটি বেঁধে ভাল লাগছে। দর্শকের কাছে ভাল ছবি পৌঁছে দেওয়ার প্রচেষ্টা থাকবে।’’
ছবিটি মুক্তি পাবে দুর্গাপুজোয়। ষষ্ঠীর দিন প্রেক্ষাগৃহে সেজেগুজে হাজির হবেন দর্শকরা। পুজো শুরু হবে সৃজিতের ‘দশম অবতার’ দিয়েই।