Javed Akhtar-Farhan Akhtar: প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে জাভেদ-ফারহান! বিরল ছবিতে তোলপাড়

Last Updated:
Javed Akhtar-Farhan Akhtar: মা, সৎ মা, বর্তমান স্ত্রী, প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা দিলেন ফারহান। উপস্থিত ছিলেন জাভেদ আখতারও। বিচ্ছেদের পরেও সকলের মধ্যে এত সুন্দর সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরা।
1/9
শাক্যর গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান বলে কথা। গর্বে বুক ফুলছে বাবা ফারহান আখতারের। মেয়ের বড়দিনে উড়ে গেলেন ইংল্যান্ডের। ফারহান একাধিক ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবি দেখে চমকে উঠতে হয়!
শাক্যর গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান বলে কথা। গর্বে বুক ফুলছে বাবা ফারহান আখতারের। মেয়ের বড়দিনে উড়ে গেলেন ইংল্যান্ডের। ফারহান একাধিক ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবি দেখে চমকে উঠতে হয়!
advertisement
2/9
মা, সৎ মা, বর্তমান স্ত্রী, প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা দিলেন ফারহান। উপস্থিত ছিলেন জাভেদ আখতারও। বিচ্ছেদের পরেও সকলের মধ্যে এত সুন্দর সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরা।
মা, সৎ মা, বর্তমান স্ত্রী, প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা দিলেন ফারহান। উপস্থিত ছিলেন জাভেদ আখতারও। বিচ্ছেদের পরেও সকলের মধ্যে এত সুন্দর সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরা।
advertisement
3/9
২০১৭ সালে যৌথভাবে বিচ্ছেদের কথা জানান ফারহান ও অধুনা ভবানী৷ তবে তাঁদের সম্পর্কে এখনও সবথেকে বেশি গুরুত্ব পান দুই কন্যা৷ বলিউডের নামী হেয়ারস্টাইলিস্ট অধুনার নিজস্ব প্রোডাক্ট, সালঁ এবং হেয়ারস্টাইলিং ইনস্টিটিউট আছে৷
২০১৭ সালে যৌথভাবে বিচ্ছেদের কথা জানান ফারহান ও অধুনা ভবানী৷ তবে তাঁদের সম্পর্কে এখনও সবথেকে বেশি গুরুত্ব পান দুই কন্যা৷ বলিউডের নামী হেয়ারস্টাইলিস্ট অধুনার নিজস্ব প্রোডাক্ট, সালঁ এবং হেয়ারস্টাইলিং ইনস্টিটিউট আছে৷
advertisement
4/9
তিন বছরের প্রেমপর্বের পর ২০০০ সালে বিয়ে করেন তাঁরা৷ ১৭ বছর পর ভেঙে যায় তাঁদের দীর্ঘ দাম্পত্য৷ আকিরা ও শাক্যর দায়িত্ববান বাবা মা হিসেবে ফরহান ও অধুনা মাঝে মাঝেই একসঙ্গে দুই মেয়ের সঙ্গে সময় কাটান৷ নিজেদে মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেননি ফারহান ও অধুনা৷
তিন বছরের প্রেমপর্বের পর ২০০০ সালে বিয়ে করেন তাঁরা৷ ১৭ বছর পর ভেঙে যায় তাঁদের দীর্ঘ দাম্পত্য৷ আকিরা ও শাক্যর দায়িত্ববান বাবা মা হিসেবে ফরহান ও অধুনা মাঝে মাঝেই একসঙ্গে দুই মেয়ের সঙ্গে সময় কাটান৷ নিজেদে মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেননি ফারহান ও অধুনা৷
advertisement
5/9
২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি শনিবার শিবানী ডান্ডেকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ফারহান। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে খান্ডালার ফার্মহাউজে অনুষ্ঠান সেরেছেন প্রেমিক যুগল।
২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি শনিবার শিবানী ডান্ডেকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ফারহান। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে খান্ডালার ফার্মহাউজে অনুষ্ঠান সেরেছেন প্রেমিক যুগল।
advertisement
6/9
বাবা ফারহানের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন ফারহান ও তাঁর প্রাক্তন স্ত্রী অধুনার দুই মেয়েও।
বাবা ফারহানের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন ফারহান ও তাঁর প্রাক্তন স্ত্রী অধুনার দুই মেয়েও।
advertisement
7/9
অন্যদিকে জাভেদও উপস্থিত হয়েছেন তাঁর দুই স্ত্রীর সঙ্গে। শাবানা আজমি এবং হানি ইরানিকে একসঙ্গে এক পর্দায় দেখা যায়। ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে বিয়ে হয় জাভেদের। তিন দশক হয়ে গেল তাঁদের দাম্পত্যের।
অন্যদিকে জাভেদও উপস্থিত হয়েছেন তাঁর দুই স্ত্রীর সঙ্গে। শাবানা আজমি এবং হানি ইরানিকে একসঙ্গে এক পর্দায় দেখা যায়। ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে বিয়ে হয় জাভেদের। তিন দশক হয়ে গেল তাঁদের দাম্পত্যের।
advertisement
8/9
তার আগে অভিনেত্রী হানি ইরানির সঙ্গে বিয়ে হয়েছিল জাভেদের। তাঁদেরই সন্তান ফারহান এবং জাভেদের। শাবানা এবং জাভেদের সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই সমাজ থেকে নানা কটাক্ষ ঘনীভূত হয়। কিন্তু হানি কখনওই কারও সঙ্গে সম্পর্ক খারাপ করেননি।
তার আগে অভিনেত্রী হানি ইরানির সঙ্গে বিয়ে হয়েছিল জাভেদের। তাঁদেরই সন্তান ফারহান এবং জাভেদের। শাবানা এবং জাভেদের সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই সমাজ থেকে নানা কটাক্ষ ঘনীভূত হয়। কিন্তু হানি কখনওই কারও সঙ্গে সম্পর্ক খারাপ করেননি।
advertisement
9/9
শাবানা-জাভেদের সঙ্গে তাঁর দুই সন্তানকে বিদেশ সফরেও পাঠিয়েছিলেন। বোঝাই যাচ্ছে, আখতার পরিবারে সুস্থ সম্পর্কের ইতিহাস রয়েছে। জাভেদ হোন বা ফারহান, দুই তারকাই নিজেদের সন্তানদেক এবং প্রাক্তনদের গুরুত্ব দিয়ে এসেছেন। তার প্রমাণ মিলল সম্প্রতি।
শাবানা-জাভেদের সঙ্গে তাঁর দুই সন্তানকে বিদেশ সফরেও পাঠিয়েছিলেন। বোঝাই যাচ্ছে, আখতার পরিবারে সুস্থ সম্পর্কের ইতিহাস রয়েছে। জাভেদ হোন বা ফারহান, দুই তারকাই নিজেদের সন্তানদেক এবং প্রাক্তনদের গুরুত্ব দিয়ে এসেছেন। তার প্রমাণ মিলল সম্প্রতি।
advertisement
advertisement
advertisement