সৃজিত মুখোপাধ্য়ায়ের ফেসবুক পোস্টে রয়েছে বেদনাদায়ক বার্তা। তিনি জানেন, "দুঃখজনকভাবে, আমি জানি সোশ্যাল মিডিয়া আপডেটগুলি বিশ্বের যে কোনও অংশে একক নীতি নির্ধারক বা তাঁদের ক্রিয়াকলাপকে প্রভাবিত করে না। এছাড়া এটি একটি ভিন্ন গ্রহ হয়ে যাবে। তবে এই অপর্যাপ্ত এবং তুচ্ছ শাস্তির মূল্য যাই হোক না কেন, আমি প্রতিবাদকারীদের উপর পুলিশের এই দমন-পীড়নের তীব্র নিন্দা জানাই এবং তাঁদের বিচার দাবি করছি।"
advertisement
আরও পড়ুন: প্রতীক্ষার আর কিছুদিন, পাঁচ বছর পরে ফের বড় পর্দায় কিং খান! সামনে এল শাহরুখের ‘পাঠান’ ছবির টিজার
আরও পড়ুন: দীপাবলিতে বাড়ির পোষ্য়টি যেন থাকে সুরক্ষিত! কীভাবে রাখবেন ওকে, জানেন?
অন্যদিকে, করুণাময়ী-কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে সরব অপর্ণা সেন। বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনরত টেট উত্তীর্ণদের পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর শুক্রবার সকালে অপর্ণা টুইট করেন, ‘তৃণমূল সরকার অনশনকারীদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করছে। অহিংস আন্দোলনে ১৪৪ ধারা জারি হল কেন? পশ্চিমবঙ্গ সরকারের এই অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানাই।’