প্রতীক্ষার আর কিছুদিন, পাঁচ বছর পরে ফের বড় পর্দায় কিং খান! সামনে এল শাহরুখের ‘পাঠান’ ছবির টিজার
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Pathaan : প্রকাশ্য়ে এল 'পাঠান'-এর টিজার। যশ রাজ ফ্লিম্সের ইউটিউব চ্য়ানেল থেকে প্রকাশ্য়ে এল ভিডিওটি
#মুম্বই: অবশেষে সত্যি হতে চলেছে কোটি কোটি ভক্তের স্বপ্ন। দীর্ঘ বিরতির পর স্ক্রিনে কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan Pathaan)। সম্প্রতি 'পাঠান'-এর (Pathaan Release Date) মুক্তির দিন ঘোষণা করে বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাহরুখ (Shah Rukh Khan Pathaan)। তারপরেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল নিমেষে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ট্রেন্ডিং বলিউড বাদশা ও তাঁর কামব্যাক ছবির লুক। এইবার প্রকাশ্য়ে এল 'পাঠান'-এর টিজার। যশ রাজ ফ্লিম্সের ইউটিউব চ্য়ানেল থেকে প্রকাশ্য়ে এল ভিডিওটি।
আমাদের দেশে আমরা ধর্ম এবং জাতি দিয়ে নামকরণ হয়। কেউ ছিল না নাম তাঁর রাখার জন্য়, তাঁর কোনও নামও ছিল না। মিশনে থাকা এক ব্যক্তি 'পাঠান'-এর জীবনের গল্প বলে এই ট্রেলার। দেশই যখন এক ব্যক্তির ধর্ম হয়ে ওঠে, তেমনই এক ব্যক্তির গল্প শোনা যাবে পাঠান-এ।
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও। শাহরুখের নতুন লুকের এক হাল্কা ঝলক দেখা গিয়েছে। তবে তাতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। তবে গোটা ভিডিওতে বেশ অনেকটা সময় শাহরুখের ভয়েসওভার রয়েছে। এই ছবিটি তামিল, হিন্দি ও তেলগু ভাষায় আগামী ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
advertisement
প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়। যশ রাজের ৫০ বছরের পূর্তির কথাও উল্লেখ করেছেন শাহরুখ। প্রযোজক হিসেবে দেখা গেলেও, নিজে বহুদিন পর পর্দায় ফিরছেন কিং খান। শেষ ২০১৮ সালে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জিরো' ছবি করেছিলেন শাহরুখ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2022 5:55 PM IST