TRENDING:

Tarun Majumdar Death : ‘কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জের শেষ নাম আজ চলে গেলেন’, তরুণ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্যবার্তা সৃজিতের

Last Updated:

Tarun Majumdar Death : তাঁর ছবির নৈপুণ্যে বক্স অফিসের সাফল্যের পরশপাথরের রহস্যভেদ হয়েছিল ৷ লিখেছেন সৃজিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘‘ জীবনের শেষ সফর সুন্দর হোক, কিংবদন্তি’’- সামাজিক মাধ্যমে এ ভাষাতেই প্রয়াত পরিচালক তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানালেন সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিনহার যে কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জ ছিল, তার শেষ নাম আজ আমাদের ছেড়ে চলে গেলেন ৷ তাঁর ছবির নৈপুণ্যে বক্স অফিসের সাফল্যের পরশপাথরের রহস্যভেদ হয়েছিল ৷ লিখেছেন সৃজিত ৷
প্রয়াত পরিচালক তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানালেন সৃজিত মুখোপাধ্যায়
প্রয়াত পরিচালক তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানালেন সৃজিত মুখোপাধ্যায়
advertisement

প্রয়াত পরিচালকের অসংখ্য ছবির মধ্যে থেকে সৃজিত উল্লেখ করেছেন ‘নিমন্ত্রণ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘সংসার সীমান্তে’, ‘পলাতক’, ‘কাচের স্বর্গ’, ‘ঠগিনী’, ‘গণদেবতা’, ‘চাওয়া পাওয়া’, ‘বালিকা বধূ’, ‘দাদার কীর্তি’-র কথা ৷ তবে তাঁর যে খ্যাতি ও সম্মান প্রাপ্য ছিল, তা থেকে বঞ্চিত হয়েছেন তরুণ মজুমদার, মত সৃজিতের ৷ শ্রদ্ধার্ঘ্যবার্তার শেষে তিনি লিখেছেন চিরকাল ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া তরুণ মজুমদারকে বিদায় ৷ কিংবদন্তির শেষ সফর ভাল হোক ৷

advertisement

advertisement

গত ১৪ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তরুণ মজুদার ৷ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল ১১ টা ১৭ মিনিটে প্রয়াত হন নবতিপর পরিচালক ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলা ছবির জগতে ৷ তাঁর অসুস্থতার পর্বে আরও একবার প্রবীণ পরিচালককে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন সৃজিত ৷ তাঁর লেখা বই ‘সিনেমা পাড়া দিয়ে’ ছিল তাঁর পোস্টের উপজীব্য৷ সৃজিত লিখেছিলেন ‘‘দূরতম ভাবেও ছবির সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকের কর্তব্য তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে’’৷

advertisement

আরও পড়ুন : লড়াই শেষ, প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন : লড়াই শেষ, প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তরুণ মজুমদারের লেখা গদ্যের ভাষা ঝরঝরে বলে বর্ণনা করেন সৃজিত ৷ বইয়ের সহমর্মিতা মন ছুঁয়ে যায়, লিখেছেন সৃজিত ৷ পাশাপাশি এই বইয়ে যে ছোটখাটো তথ্য আছে, তা হৃদয়গ্রাহী ৷ তবে বাংলা আধুনিক গানের যাত্রাপথ নিয়ে তরুণ মজুমদারের দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের মতামতের সাদৃশ্য নাও থাকতে পারে ৷ তবে তাঁর গদ্য অমূল্য, মনে করেন সৃজিত ৷ সেখানেও তরুণ মজুমদারকে প্রকৃত কিংবদন্তি বলে বর্ণনা করেছেন পরিচালক সৃজিত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tarun Majumdar Death : ‘কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জের শেষ নাম আজ চলে গেলেন’, তরুণ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্যবার্তা সৃজিতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল