কী এমন পোস্ট তাঁদের? সৃজিত-মিথিলা কোথায়? কী লিখেছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়? রহস্য বাড়াচ্ছে এমনই সব প্রশ্ন। মিথিলা মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। তবে তাঁদের সঙ্গে সৃজিত সেখানে নেই। কয়েকদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল গোটা পরিবারকে। তবে তার পরেই সোশ্যাল পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।
advertisement
আরও পড়ুন: কেমন আছেন ঐন্দ্রিলা? জ্বর-সংক্রমণ নিয়েই লড়াই জারি অভিনেত্রীর
আরও পড়ুন: কবর থেকে শিশুর দেহ তুলতেই সামনে এল বাবার হাড়হিম কীর্তি! তোলপাড় কলকাতা
ট্যুইটারের পোস্টে জোন বায়েজের লেখা 'ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা' গানের লাইন কোট করেছেন সৃজিত। সঙ্গে সৈকতে ডালপালাহীন এক শুকনো গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি, এমন একটি ছবি। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি ও শূন্যতা। ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, 'এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।'
এই গান বিচ্ছেদের, দুঃখের। হঠাৎ এই গানের লাইন কেন পোস্ট করলেন পরিচালক? উদ্বিগ্ন অনুরাগীদের প্রশ্ন, কাকে বিদায় জানাচ্ছেন তিনি? শনিবার প্রায় একই সময়ে ব্যাংকক থেকে ছবি ও ট্যুইট করেছেন মিথিলাও। সেখানে লেখা রয়েছে, 'কী ভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কী ভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?' প্রসঙ্গত, কিছু দিন আগেই শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। এমন আবহে সৃজিত মিথিলার এমন পোস্টেই রহস্য আরও দানা বেঁধেছে।