TRENDING:

এবার কি ভাঙতে বসল সৃজিত-মিথিলার বহুচর্চিত সংসার? গানের লাইনে সূত্র খুঁজছে টলিউড

Last Updated:

একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার বিয়ে ভাঙার চর্চা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জোরালো গুঞ্জন। একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার বিয়ে ভাঙার চর্চা। সোশ্যাল মিডিয়ায় দু'জনেরই এমন সব পোস্ট যে, অনুরাগীরা দুয়ে-দুয়ে চার করার চেষ্টায় লেগে পড়েছেন। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিউডের অন্দর ও বাহিরে। তবে কি বিয়ে ভাঙার পথে সৃজিত-মিথিলা?
বিয়ে ভাঙছে সৃজিত-মিথিলার?
বিয়ে ভাঙছে সৃজিত-মিথিলার?
advertisement

কী এমন পোস্ট তাঁদের? সৃজিত-মিথিলা কোথায়? কী লিখেছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়? রহস্য বাড়াচ্ছে এমনই সব প্রশ্ন। মিথিলা মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। তবে তাঁদের সঙ্গে সৃজিত সেখানে নেই। কয়েকদিন আগে একসঙ্গে দেখা গিয়েছিল গোটা পরিবারকে। তবে তার পরেই সোশ্যাল পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।

advertisement

আরও পড়ুন: কেমন আছেন ঐন্দ্রিলা? জ্বর-সংক্রমণ নিয়েই লড়াই জারি অভিনেত্রীর

আরও পড়ুন: কবর থেকে শিশুর দেহ তুলতেই সামনে এল বাবার হাড়হিম কীর্তি! তোলপাড় কলকাতা

ট্যুইটারের পোস্টে জোন বায়েজের লেখা 'ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা' গানের লাইন কোট করেছেন সৃজিত। সঙ্গে সৈকতে ডালপালাহীন এক শুকনো গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি, এমন একটি ছবি। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি ও শূন্যতা। ক্যাপশনে যে গানের লাইন লেখা, তার মর্মার্থ, 'এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।'

advertisement

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই গান বিচ্ছেদের, দুঃখের। হঠাৎ এই গানের লাইন কেন পোস্ট করলেন পরিচালক? উদ্বিগ্ন অনুরাগীদের প্রশ্ন, কাকে বিদায় জানাচ্ছেন তিনি? শনিবার প্রায় একই সময়ে ব্যাংকক থেকে ছবি ও ট্যুইট করেছেন মিথিলাও। সেখানে লেখা রয়েছে, 'কী ভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কী ভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?' প্রসঙ্গত, কিছু দিন আগেই শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। এমন আবহে সৃজিত মিথিলার এমন পোস্টেই রহস্য আরও দানা বেঁধেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার কি ভাঙতে বসল সৃজিত-মিথিলার বহুচর্চিত সংসার? গানের লাইনে সূত্র খুঁজছে টলিউড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল