TRENDING:

"জাগো, আজকের রাতটা আমার সঙ্গে জেগে থাকো, এরপর"...শ্রীজাত লিখলেন অরিজিৎকে নিয়ে

Last Updated:

এর আগে কখনও রামপ্রসাদী গাননি অরিজিৎ৷ তবে যখন গাইলেন তখন মনে হল যে বহু দিন তিনি এই গেয়ে এসেছেন৷ এতটাই মন ছুঁয়ে যাওয়া গায়কী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গায়ক অরিজিৎ সিং-এর উপর অভিমান হয়েছিল শ্রীজাতর৷ সেই অভিমান ভাঙিয়ে দিলেন অরিজিৎ৷ পরিস্থিতি এমন হল যে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল৷ কাঁদলেন শ্রীজাত৷ এই কান্না মান ভাঙার কান্না, আবেগে ভেসে যাওয়ার কান্না৷ শ্রীজাত বলছেন, আর, এই বুড়ো বয়সের কান্না থামতে চাইছে না কিছুতেই। কী আছে এই গানে, আর কী যে আছে অরিজিতের গাওয়ায়, জানি না। কিন্তু ভেতরের সবটুকু নিংড়ে যে গাইতে পারে, সে শ্রোতার ভেতরটুকুও নিংড়ে নেয় অনায়াসে।
advertisement

আরও পড়ুন সুদীপা চট্টোপাধ্যায় অহংকারী মানসিকতার! ফেসবুক পোস্ট বিতর্কে অভিযোগ অরিত্র

ছবি তৈরি করছেন শ্রীজাত৷ সাহিত্যিকের মুকুটে জুড়বে নতুন পালক৷ ছবির নাম মানবজমিন৷ শ্যুটিং পর্ব শেষ চলছে পোস্ট প্রোডাকশনের কাজ৷ এই ছবির জন্য অরিজিৎ-এর একটি গান গাওয়ার কথা ছিল৷ তবে ব্যস্ততার কারণে তিনি সেই গান গেয়ে উঠতে পারছিলেন না৷ সেই গানের জন্য অনেকগুলি দিন অপেক্ষা করেছিলেন জয় সরকার ও শ্রীজাত৷ কিন্তু কিছুতেই কথা রাখতে পারছিলেন না অরিজিৎ৷ তিনি যেন বড্ড ব্যস্ত৷ মানবজমিন ছবিতে অরিজিতের গলায় একটি রামপ্রসাদী গান চেয়েছিলেন ছবির পরিচালক ও সঙ্গীত পরিচালক৷ তবে অরিজিতের ব্যস্ততায় তাঁরা ভেবেছিলেন যে গানটি সম্ভবত আর গাইতে পারবেন না এই মুহূর্তের দেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক৷ তাই অরিজিতের প্রতি অভিমানের সঙ্গে মিশে গিয়েছেল মন খারাপের অনুভূতি৷ কিন্তু শেষ পর্যন্ত কথা রাখলেন অরিজিৎ৷

advertisement

রাত জেগে রামপ্রসাদী গান গাইলেন অরিজিৎ৷ যা শুনতে শুনতে ভোর হয়ে গেল৷ তাও যেন সেই গানের রেকর্ডিং থামাতে চাইছিলেন না শ্রীজাত-জয়৷ ‘মন রে কৃষিকাজ জানো না / এমন মানবজমিন রইল পতিত / আবাদ করলে ফলতো সোনা’... অরিজিৎ গাইছে। গলা খুলে, চোখ বুজে, মন ভাসিয়ে দিয়ে। সেই ভোর থেকে এখন পর্যন্ত শুনে চলেছি।, লিখেছেন শ্রীজাত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
আরও দেখুন

এর আগে কখনও রামপ্রসাদী গাননি অরিজিৎ৷ তবে যখন গাইলেন তখন মনে হল যে বহু দিন তিনি গান এই গেয়ে এসেছেন৷ এতটাই মন ছুঁয়ে যাওয়া গায়কী৷ আর সেই গান শুনে তাঁকে জড়িয়ে ধরতে চাইলেন শ্রীজাত৷ দূরত্বের ফলে সেটা সম্ভব হল না ঠিকই কিন্তু মনে রইল অগাধ ভালবাসা ও আদর৷ আর সেই রাতের গানের রেকর্ডিং নিয়ে মন ছুঁয়ে যাওয়া একটি লেখা উপহার দিলেন ফেসবুক পাঠকদের৷ অরিজিতের গলায় রামপ্রসাদের গানের অপেক্ষায় রইলেন দর্শকরা৷ আর মন ভাসিয়ে দিলেন শ্রীজাতের লেখায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
"জাগো, আজকের রাতটা আমার সঙ্গে জেগে থাকো, এরপর"...শ্রীজাত লিখলেন অরিজিৎকে নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল