আরও পড়ুন সুদীপা চট্টোপাধ্যায় অহংকারী মানসিকতার! ফেসবুক পোস্ট বিতর্কে অভিযোগ অরিত্র
ছবি তৈরি করছেন শ্রীজাত৷ সাহিত্যিকের মুকুটে জুড়বে নতুন পালক৷ ছবির নাম মানবজমিন৷ শ্যুটিং পর্ব শেষ চলছে পোস্ট প্রোডাকশনের কাজ৷ এই ছবির জন্য অরিজিৎ-এর একটি গান গাওয়ার কথা ছিল৷ তবে ব্যস্ততার কারণে তিনি সেই গান গেয়ে উঠতে পারছিলেন না৷ সেই গানের জন্য অনেকগুলি দিন অপেক্ষা করেছিলেন জয় সরকার ও শ্রীজাত৷ কিন্তু কিছুতেই কথা রাখতে পারছিলেন না অরিজিৎ৷ তিনি যেন বড্ড ব্যস্ত৷ মানবজমিন ছবিতে অরিজিতের গলায় একটি রামপ্রসাদী গান চেয়েছিলেন ছবির পরিচালক ও সঙ্গীত পরিচালক৷ তবে অরিজিতের ব্যস্ততায় তাঁরা ভেবেছিলেন যে গানটি সম্ভবত আর গাইতে পারবেন না এই মুহূর্তের দেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক৷ তাই অরিজিতের প্রতি অভিমানের সঙ্গে মিশে গিয়েছেল মন খারাপের অনুভূতি৷ কিন্তু শেষ পর্যন্ত কথা রাখলেন অরিজিৎ৷
advertisement
রাত জেগে রামপ্রসাদী গান গাইলেন অরিজিৎ৷ যা শুনতে শুনতে ভোর হয়ে গেল৷ তাও যেন সেই গানের রেকর্ডিং থামাতে চাইছিলেন না শ্রীজাত-জয়৷ ‘মন রে কৃষিকাজ জানো না / এমন মানবজমিন রইল পতিত / আবাদ করলে ফলতো সোনা’... অরিজিৎ গাইছে। গলা খুলে, চোখ বুজে, মন ভাসিয়ে দিয়ে। সেই ভোর থেকে এখন পর্যন্ত শুনে চলেছি।, লিখেছেন শ্রীজাত৷
এর আগে কখনও রামপ্রসাদী গাননি অরিজিৎ৷ তবে যখন গাইলেন তখন মনে হল যে বহু দিন তিনি গান এই গেয়ে এসেছেন৷ এতটাই মন ছুঁয়ে যাওয়া গায়কী৷ আর সেই গান শুনে তাঁকে জড়িয়ে ধরতে চাইলেন শ্রীজাত৷ দূরত্বের ফলে সেটা সম্ভব হল না ঠিকই কিন্তু মনে রইল অগাধ ভালবাসা ও আদর৷ আর সেই রাতের গানের রেকর্ডিং নিয়ে মন ছুঁয়ে যাওয়া একটি লেখা উপহার দিলেন ফেসবুক পাঠকদের৷ অরিজিতের গলায় রামপ্রসাদের গানের অপেক্ষায় রইলেন দর্শকরা৷ আর মন ভাসিয়ে দিলেন শ্রীজাতের লেখায়৷