সেই জাম্বো ওরফে রোহিত এখন কিসে মন দিয়েছেন জানেন? ভ্রমণের নেশা, ছবি তোলা ছাড়াও তিনি এই মুহূর্তে এক জন সফল প্রযোজক।
আরও পড়ুন: 'এক্কা দোক্কা'র কারণে বন্ধ হয়ে যাচ্ছে 'আয় তবে সহচরী'? কী জানালেন কণীনিকা?
আরও পড়ুন: একেবারেই বাবার মেয়ে! সৃজিতের প্রিয় গোয়েন্দা চরিত্র এঁকে উপহার দিল আয়রা
advertisement
'মিসিং স্ক্রু' নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সংস্থা নতুন নয়, কিন্তু এখন সে দিকেই ব্যস্ত রয়েছেন সকলের (অ)প্রিয় জাম্বো। 'ইন্দু' ওয়েব সিরিজ, 'মৌচাক' ওয়েব সিরিজ, একের পর এক জনপ্রিয় কাজ প্রযোজনা করছেন রোহিত। তালিকায় আছে 'গোরা' এবং 'মোহমায়া'ও। এই কাজে সাহানার সঙ্গী সাহানা দত্ত।
ওয়েব সিরিজ ছাড়াও ধারাবাহিকের প্রযোজনাও করছেন রোহিত। কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের 'আয় তবে সহচরী'র প্রযোজক এই 'মিসিং স্ক্রু'। আপাতত অভিনয়ের দিকে ফের পা বাড়়াবেন না বলেই জানা যায়। নানা জায়গায় তাঁর সফর চলবে, চলবে ছবি তোলাও। আর প্রযোজনা।