তাঁদের আইনি বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ট্রোলিং। নেটিজেনদের বক্রোক্তির শিকার এই জুটি। কারণ তাঁদের মধ্যে বয়সের ফারাক। তবে এইসবকে উপেক্ষা করেই একের পর এক নিজেদের ছবি পোস্ট করছেন তাঁরা৷
advertisement
একসময় শ্রীময়ী কখনও কাঞ্চনকে ‘দাদা’ বলেছেন, কখনও বলেছেন ‘গুরু’। এমনকী শিক্ষক দিবসে পোস্টও দিয়েছিলেন। চলতি মাসের ১৪ তারিখ ছিল ভ্যালেন্টান্স ডে, ভালবাসার দিন। সেদিনই সই-সাবুদ করে আইনি মতে বিয়ে করেন তাঁরা।
প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই প্রেম করতে শুরু করেন তাঁরা। শোনা যাচ্ছিল কাঞ্চন-শ্রীময়ী নাকি একত্রবাস শুরু করেছেন।
প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কিছু দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে তাঁদের আইনি বিয়ের ছবি। আগামী ৬ মার্চ আনু্ঠানিক বিয়ে। এর আগে কাঞ্চনের দাম্পত্য ছিল অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানুয়ারি মাসে তাঁদের বিচ্ছেদ খাতায়কলমে সম্পন্ন হয়। তার পরই আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। অভিনেতা তথা বিধায়কের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস।